বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি কোন প্রাপ্ত বয়স্ক ছেলে - কোন মেয়েকে দুইজন সাক্ষির সামনে বলে "উত্ত জিনিস মোহরানা হিসেবে তুমি আমাকে স্বামী হিসেবে কবুল করেছ? " এখন মেয়ে যদি উত্তরে একবার হ্যা বলে সম্মতি জানায় । তবে তাদের বিয়ে হয়ে যাবে। শর্ত হল, দুইজন সাক্ষীর সামনে এই কথাবার্তা হতে হবে।
وَلَوْ قَالَ لِامْرَأَةٍ: كُنْتِ لِي أَوْ صِرْتِ لِي فَقَالَتْ: نَعَمْ، أَوْ صِرْتُ لَكَ؛ كَانَ نِكَاحًا، كَذَا فِي الذَّخِيرَةِ وَكَذَا لَوْ قَالَ كُونِي امْرَأَتِي بِمِائَةٍ فَقَبِلَتْ أَوْ أَعْطَيْتُكِ مِائَةً عَلَى أَنْ تَكُونِي امْرَأَتِي فَقَبِلَتْ؛ كَانَ نِكَاحًا، كَذَا فِي الْوَجِيزِ لِلْكُرْدِيِّ. إذَا قَالَ: ثَبَتَ حَقِّي فِي مَنَافِعِ بُضْعِكِ بِأَلْفٍ فَقَالَتْ: قَبِلْتُ؛ صَحَّ النِّكَاحُ، كَذَا فِي الذَّخِيرَةِ
(الفتاوي الهندية ج ١- ٢٧:١)
(২)
বিয়ের পরে নবদম্পতির করনিয় হল, তারা নিজ নিজ বাসায় থাকতেই আল্লাহর কাছে সুখী সংসারের জন্য দু'আ করতে থাকবে।