আসসালামু আলাইকুম, আমার আব্বু প্রতিবছর আমার চাচা কিংবা চাচাতো ভাইদের সাথে কুরবানি দেয়। কিন্তু আমার চাচা বা চাচাতো ভাইয়েরা নামাজের ব্যাপারে গাফেল। তারা শুক্রবার ছাড়া অন্যদিনগুলোয় নামাজ পড়েনা বা পড়লেও খুবই কম৷ আর কুরবানি দেয়ার বিষয়ে তাদের নিয়তও আমার কাছে পরিষ্কার লাগেনা। অর্থাৎ পাড়ার সবার মধ্যে সেরা গরু কিনবে/ গরুতে মাংস বেশি হতে হবে/ অমুকের গরু থেকে আমাদের গরু ভালো হতে হবে। আল্লাহ ভালো জানেন, আমার কাছে এরকম মনে হয়েছে। আমি আমার আব্বুকে নিষেধ করেছি সেফ জোনে থাকতে চাচাদের সাথে কুরবানি না দিয়ে নামাজী মানুষদের সাথে দাও। কিন্তু আব্বু চাচাদের ছাড়া অন্যকারো সাথে ভাগে কুরবানি দিতে চায় না। কারণ এতে তার ভাইয়েরা রাগ করবে,মন খারাপ করবে, তাকে কথা শুনাবে। দুঃখের বিষয়, আমাদের পাড়ার অধিকাংশ মানুষ বেনামাজী,কুরবানীর বিষয়ে সবার-ই নিয়তে সমস্যা থাকতে পরে বলে আমার ধারণা। ৫-৬টা পরিবার ছাড়া কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়েনা তেমন একটা। আব্বুকে এটাও বলেছি যে, গরু ভাগে না দিয়ে একটা ছাগল একা কুরবানী দাও। কিন্তু আব্বু সেটাও দিবেনা।
শায়েখ, আমার এমতাবস্থায় আব্বুর কুরবানি কি জায়েজ হবে? একজন কুরবানি দিলে সেটা কি পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যায়? যেমন আব্বুকে নিষেধ করার পরও যদি আমাদের কথা না শুনে তার ভাইদের সাথে কুরবানি দেয় তাহলে এতে কি আব্বু বাদে আমাদের পক্ষ থেকেও কুরবানি আদায় হবে না?