১)আমার হঠাৎ মনে হয়,আচ্ছা আল্লাহ কি চাইলে আল্লাহ সব ক্ষমতা শক্তি দিয়ে কাউকে সৃষ্টি করতে পারবে না?মানে যা যা আল্লাহ এর আছে সব আরেকজনকে দিয়ে কাউকে সৃষ্টি করতে পারবে তাঁর শরীক হওয়ার যোগ্যতা দিয়ে?
২) আমি বিশ্বাস করি,আল্লাহ যা চান তাই করেন,হও বললেই হয়ে যায়, এসব ও আল্লাহ করতে পারেন,রব্ব হওয়ার জন্য আল্লাহ একাই যথেষ্ট, অন্য কাউকে তার শরীক করার বিন্দুমাত্র অবকাশ বা আবশ্যকতা নেই।আমার আকিদা কি শুদ্ধ আছে?
৩) আমি যদি বিশ্বাস করি,যদিও তিনি তার সকল গুনাবলী ক্ষমতা দিয়ে দেন কাউকে বা এমন কাউকে সৃষ্টি করে তবুও সে তাঁর সমক্ষ হতে পারবে না।এই আকিদা কি শুদ্ধ?
৪) কিন্তু যদি আল্লাহ চান তার সমকক্ষ হতে পারবে তাহলে তা সম্ভব। এমন আকিদা কি শুদ্ধ?