আসসালামু আলাইকুম।
আমি একজন ওয়াসওয়াসার রুগি। এই সমস্যা শুরু হয় যখন আমাদের ১ তালাক হয় জানতে পারি, তো এইগুলো নিয়ে প্রায় ভাবতাম, যে ঝগড়ার সময় স্বামীর সাথে কি কথা হয়েছে আর এই জাতীয়, তো ভাবতে ভাবতে এইরকম অনেক ঘটনা মনে আসতো যা স্পষ্ট না থাকার কারনে তালাক হয়নি বলে ফতোয়া আসতো, তো এইভাবে আজ প্রায় ২বছর পর একটা ঘটনা মনে পড়ে,, কিছু স্পষ্ট, কিছু অস্পষ্ট। নিচে দেওয়া হলো:
ঝগড়ার এক পর্যায়ে,,
স্ত্রী: আমাকে ডিভোর্স/ছেড়ে দিয়ে দাও (যেকোনো একটা)
স্বামী: দিয়ে দিয়েছি/ ছেড়ে দিছি (বলেছে কিনা স্পষ্ট ক্লিয়ার হচ্ছে না, তবে পরবর্তী কথাগুলোর মাধ্যমে ১০০% শিউর মনে হয় যে বলেছে। তবে কথাটা মনে স্পষ্ট ক্লিয়ার হচ্ছে না)
স্ত্রী : ডিভোর্স পেপার এনে সেখানে সাইন করে দেও,
স্বামী : এতো সময় নাই,, তোমার প্রয়োজন হলে তুমি করো এসব।
লাস্ট এই ২ লাইন যতবার মনে করি ততবার ১০০% মনে হয় যে সে দিয়ে দিয়ে দিয়েছি /ছেড়ে দিয়েছি বলেছে। কিন্তু মনের মধ্যে এই কথাটাই স্পষ্ট ক্লিয়ার হচ্ছে না। আমি কেন তাকে বলবো ডিভোর্স পেপার এনে সেখানে সাইন করে দিতে, নিশ্চয়ই সে মুখে কিছুতো বলেছে, দিয়ে দিয়েছে এমন কিছু বলেছে, তাই জন্য আমি বলেছি ডিভোর্স পেপার এনে সেখানে সই করতে। এছাড়াও সে যে বলেছে এত সময় নাই আমার, তোমার প্রয়োজন হলে তুমি করো এসব, এই কথাটা ভাবলে ও আমার ১০০% তাই মনে হয় যে সে এইরকম কিছু বলেছে। তবে বলেছে যে এটাই মনে পড়ছে না, স্পষ্ট হচ্ছে না।
কিন্তু এই ব্যপারে স্বামীর বক্তব্য হলো সে ১০০% এইগুলো বলেনি, এই ধরনের কথা হয়নি। আমার ধারনা তার মনে নেই।
সম্মানিত মুফতি সাহেব এখন আমি কি করতে পারি, আমার এই ব্যপারে ফায়সালা কি?