বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা-শারিরিক ক্ষতি থেকে কখনো মুক্ত নয়।এর একটি পারিপার্শ্বিকতা অবশ্যই থাকবে।কেননা যেখানে আল্লাহ নারীদের জন্য হায়েযকে রেখেছেন,নিশ্চয় একে বন্ধ রাখলে শারিরিক ক্ষতি হবে।
তবে বিশেষ আ'মল যেমন হজ্ব-উমরা এবং এ'তেক্বাফের জন্য উলামায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন।হজ্ব ফরয তাছাড়া হজ্ব-উমরার জন্য মানুষ অনেক দূরদূরান্ত থেকে সফর করে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1419
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত পিল খেয়ে হায়েয বন্ধ রাখা ক্ষতি থেকে মুক্ত নয়। তাই পিল সেবনের দিকে না এগিয়ে বরং আপনার স্বামীকে আপনার ওখানে তখনই যাওয়ার জন্য বলবেন, যখন আপনার মাসিক থাকে না। অথবা আপনি তখনই আপনার স্বামীর নিকট যাবেন, যখন আপনার মাসিক থাকে না। যদি এগুলোর কোনোটিই সম্ভব না হয়, তাহলে হঠাৎ আপনি পিল সেবন করে মাসিক বন্ধ রাখতে পারবেন। পিল খাওয়ার পর বাস্তবিকই যদি মাসিক বন্ধ হয়ে যায়, তাহলে তখন আপনার জন্য স্বামীর সাথে শারিরিক সম্পর্ক জায়েয হবে।