ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যোহরের ওয়াক্ত যদি শেষের দিকে থাকে, এবং তখন তাড়াতাড়ি ৪ রাকাত ফরজ আদায় করা হয়।তাহলে বাকি ৬ রাকাত সুন্নত কাজা পড়তে হবে। কেননা এগুলো সুন্নতে মু'আক্কাদা। সুন্নতে মু'আক্কাদা নামাযকে বিনা উযরে তরক করা যাবে না।
যে সুন্নত গুলো সুন্নতে মু'আক্কাদা,সেগুলো কে পড়তেই হবে। বিস্তারিত জানুন- 4516
বিনা উযরে সুন্নতে মু'আক্বাদাকে তরক করলে গোনাহ হবে। বিস্তারিত জানুন- 400
(২)জ্বী, বাকি ৬ রাকাত সুন্নত কাজা পড়তে হবে।
(৩) ফরযের কা'যা ফরয এবং সুন্নতের কা'যা সুন্নত। সুতরাং আপনি সুন্নতের কা'যা করবেন। যে কোনো ভাবে সুন্নত পড়া সম্ভব এমতাবস্থায় সুন্নত না পড়লে গোনাহ হবে। হ্যা, বিশেষ জরুরতে কখনো সুন্নত কা'যা হয়ে গেলে তখন গোনাহ হবে না।
(৪) দোয়ায়ে কুনুতের মাঝখানে ভুল হতে পারে এই আশংকায় যদি আবার পুরো দোয়ায়ে কুনুত পড়া হয়, তাহলে এতে নামাযের কোনো সমস্যা হবে না।
(৫) এই পৃথীবীতে শুধু আপনি কি একাই মা। আর কি কোনো মা নেই। বাচ্ছার জন্য নামায কেন কাযা হবে। ঘুম,গোসল খাবার সবকিছুই তো চলছে, তাহলে নিয়মিত নামাযে কেন সমস্যা হবে। হ্যা, হঠাৎ সমস্যা হতে পারে। সুতরাং সুন্নত ফরয সকল প্রকার নামায পড়া যায়, এমন ব্যবস্থা অবশ্যই করতে হবে।