ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর শরীয়তের বিধান বিধান সমূহ পালন পূর্বক আবার যদি ঐ স্ত্রীকে বিয়ে করা হয়, তাহলে আগের তালাকের মালিকানা থাকব না। এবং আগে কোনো শর্ত দিলে, সেটাও বহাল থাকবে না।
(২) বিয়ের সর্বনিম্ন মহর ১০ দিরহাম।
(৩) কেউ যদি বিয়ের পূর্বে বলে, অমুক সময় তুমি তালাক, তাহলে বিয়ের দিকে সম্বন্ধ না করার কারণে কোনো তালাক হবে না।
(৪) তালাকের শর্ত তোলা যায় না।
(৫)
(وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِاَللَّهِ) فَذِكْرُ اسْمِ اللَّهِ، أَوْ صِفَتِهِ، وَأَمَّا رُكْنُ الْيَمِينِ بِغَيْرِهِ فَذِكْرُ شَرْطٍ صَالِحٍ، وَجَزَاءٍ صَالِحٍ كَذَا فِي الْكَافِي
«الفتاوى الهندية» (2/ 51)
কসমের রুকুন হল, আল্লাহ শব্দ বা আল্লাহর কোনো সিফাত তাতে উল্লেখ থাকা। আর বিশুদ্ধ ও উপযোক্ত শর্ত এবং জাযা উপস্থিত থাকা। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৫১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101
কসমের কাফফারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808