আসসালামু আলাইকুম
আমাদের আগে একবার তিন তালাক হয়েছে
সব নিয়ম অনুযায়ী পালন করে আবার আগের মানে ১ম স্বামীর সাথে বিয়ে হবে,
১ম স্বামী জগড়ার সময় হঠাৎ বলে ১ মাস পর তালাক হয়ে যাবে।শর্ত ছিল কিনা মনে নাই।ছেলে বলতাছে শর্ত ছিল মনে মনে, এইটা দ্বারা ঝগড়া বুজায়ছে, তালাকের উদ্দেশ্য ছিল না।শর্ত থাকলে কয় তালাক পতিত হবে আর শর্ত না থাকলে কয় তালাক পতিত হবে? শর্ত কি তুলা যাবে? ইদ্দত পালন শেষ এর দিকে। ৪-৫ দিন পর বিয়ে হবে আমাদের।
আগে যে ৩ তালাক ছিল অইটার মালিক কি থাকবে মানে ১ তালাক থাকবে?