ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত,
وَعَن جَابِرٍ أنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ وَاتَّقُوا الشُّحَّ فَإنَّ الشُّحَّ أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَمَلَهُمْ عَلَى أنْ سَفَكُوا دِمَاءهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ رواه مسلم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচার করা থেকে বাঁচ। কেননা, অত্যাচার কিয়ামতের দিনের অন্ধকার। আর কৃপণতা থেকে দূরে থাক। কেননা, কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। (এই কৃপণতাই) তাদেরকে প্ররোচিত করেছিল, ফলে তারা নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকৃত বস্তুসমূহকে হালাল ক’রে নিয়েছিল। (সহীহ মুসলিম ৬৭৪১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উভয় পক্ষ যদি তাদের অন্তরের সন্তুষ্টিতে আপনাকে কমিশন দিতে রাজী হয়, তাহলে কারো উপর জুলুম হচ্ছে না, ঐ পরিমাণের কমিশন নিতে পারবেন। কাউকে অন্যায়ভাবে কাজ দিতে পারবেন না।কাউকে চাপে পেলে কমিশন নেওয়া বা ধোকা প্রতারণা করে কমিশন গ্রহণ করা, এগুলো জায়েয হবে না।