আলহামদুলিল্লাহ হায়েযের সর্বোচ্চ সময়সীমা বা ১০ দিন পার হওয়ার পর সাদা স্রাব আরেকটু দেরিতে আসে,ততক্ষণ মেটে স্রাব,হালকা মেটে স্রাব,বা মেটে স্রাব বা সাদা রঙের মাঝামাঝি রং এর থাকে।টিস্যু তে নিলে বোঝা যায়,আলহামদুলিল্লাহ হাতে বা কাপড়ে সাদা লাগে।
১.১৮ তারিখ আসরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে পিরিয়ড হয়েছে আলহামদুলিল্লাহ,সর্বোচ্চ সময়সীমা বা ১০ দিন কি ২৭ তারিখ আসরে হবে নাকি ২৮ তারিখ আসরে?
২.আর আসরের শেষ দিকে অথবা মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল তাই ১০ম দিন আসরের নামাজ থেকে শুরু করতে হবে নাকি মাগরিব থেকে?
৩.নামাজের জন্য পরিপূর্ণ সাদা স্রাব আসা পর্যন্ত অপেক্ষা করা নিয়ে কি আলেমদের মাঝে কোন মতপার্থক্য আছে?