আসসালামু আলাইকুম
এর আগে প্রশ্নটি করা হয়েছিল,বিস্তারিত বলতে পারিনি।এখন এইটা অনুযায়ী উত্তর দিবেন দয়া করে।
আমাদের এখনো বিয়ে হয়নি।ঝগড়ার সময় বলেছিলাম এমন অবস্থা থাকলে বিয়ের ১ মাস পর তালাক হয়ে যাবে।এমন অবস্থা বলতে ঝগড়া করলে বা মুখে মুখে তর্ক করলে বুজায়ছি। কিন্তু এমন অবস্থা এই কথাটি বলছি কিনা মনে নাই,মনে হয় বলছিলাম এমন অবস্থা। কিন্তু মনে মনে এমন অবস্থা ঝগড়াকেই বুজিয়েছি। তালাকের উদ্দেশ্য ছিল না,শাষন বা বুজানোর উদ্দেশ্য ছিল।
১।এক মাসের মধ্যে যা মনে ছিল মানে ঝগড়া যদি না করি তাহলে কি তালাক হবে?
২।আর যদি তালাক হয়, কয় তালাক হবে? মেয়ে বলতাছে ৩ তালাক হবে সে নাকি ইউটিউবে দেখছে,কিন্তু আমি কোনো সংখ্যার কথা উল্লেখ করেনি বলছি শুধু তালাক হয়ে যাবে।আমিও ইউটিউবে দেখছি বলছে তালাক হবে কিন্তু কয় তালাক হবে বলেনি।
৩।এক মাস পরেও কি শর্ত কার্যকর থাকবে?
তালাক হলে কিভাবে ফিরিয়ে নিব আবার?
কিছুদিন পর আমাদের বিয়ে। এখন কি বিয়ে করলে ১ মাস পর তালাক হয়ে যাবে?আর তালাক হলে কয় তালাক হবে?এই টার একটু বিস্তারিত বলেন,আর এই ব্যাপারে প্রশ্ন করব না। আগের টা সব বলা হয়নি।সব গুলো প্রশ্নের উত্তর দিবেন।আর ২য় বার প্রশ্ন করার জন্য দু:খিত। খুব চিন্তায় আছি ২ জন।