আমরা একটা ফ্রিল্যান্সার এজেন্ট, আমরা বিভিন্ন বিদেশি কাস্টমারদের কাছে গ্রাফিস্ক ডিজাইন, ওয়েবসাইট, মিউজিক তৈরি করে বিক্রি করি। আমরা জানি মিউজিক তৈরি করা হারাম কিন্তু আমাদের প্লানিং আছে এই মিউজিকের কাজ টা ভবিষ্যৎ এ ছেড়ে দেওয়া।
মুল্য বিষয় হচ্ছে আমারা জাদের কাছে বিক্রি করি তারা বেশিরভাগ ইউরোপ সাইডের কাস্টমার। বেশিরভাগ বিদেশি কাস্টমার কাফির হয়ে থাকে এবং বাইরের থেকে ভালো দেখালেও তারা ভিতরে থেকে অনেক বড় ইসলাম বিরোধি কাজ করে থাকে (বেশিরভাগ) । রিসেন্টলি আমরা ৫ - ১০ টা এমন কিছু কাস্টমার পাই যেগুলা হয়তো ইসলাম বিরোধী কাজের সাথে জরিতো। যদিও আমরা তাদের ইসলাম বিরোধী কাজ প্রমাণ পাই নাই কিন্তু সন্ধেহ লাগে। তো এই কাস্টমারগুলা আমাদের কাছে একটি ব্যানার ডিজাইন, একটি ওয়েবসাইট টেম্পেলেট, ও একটি মিউজিক কিনতে চেয়েছে।
তাই আমাদের চিন্তা হচ্ছে যে আমরা যেসব গ্রাফিস্ক ডিজাইন, ওয়েবসাইট, মিউজিক তৈরি করে বিক্রি করি। যদি তারা আমাদের ডিজাইন করা ব্যানার ইসলাম বিরোধী প্রচার এর কাজে ব্যবহার করে , আমাদের বিক্রি করা ওয়েবসাইট তারা ইসলাম বিরোধী প্রচার এর কাজে ব্যবহার করে এবং আমাদের বিক্রি করা মিউজিক তারা সেটার উপরে তাদের ইসলাম বিরোধি কথাবার্তা মাইক্রোফোন এর মাধ্যমে গানের সুরে রের্কড করে নেটে প্রচার করে থাকে । যেহেতু বেশিরভাগ বিদেশি কাফির ইসলাম সম্পর্কে খুব বাজে ভাবে গালমন্দ করে।
এখন কাফিরদের কাছে আমাদের এই সমস্ত্য প্রডাক্ট (ব্যানার ডিজাইন, ওয়েবসাইট, মিউজিক) বিক্রি করলে কি আমাদের ইমান ধ্বংস হয়ে যেতে পারে?