উস্তাদ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি ছিলো সাদাকায়ে জারিয়া সম্পর্কে।
১. বিভিন্ন হিফজের মাদ্রাসা অনেক সময় কুরআন চায়। মাদ্রাসায় যেসব স্টুডেন্ট হিফজ বিভাগে ভর্তি হয় তাদের মাঝেমধ্যে কুরআন কিনে দেই আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো বাচ্চারা যতক্ষণ কুরআন পড়বে আমি কি সবটুকুর সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ? প্রতি হরফে তো দশ নেকি এটা কি দাতার জন্যও প্রযোজ্য উস্তাদ? এর সওয়াব কি আমি পেতে থাকবো সবসময়ই? একসময় সেই বাচ্চারা ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাবে, তারপর অনেককে শিখাবেও ইনশাআল্লাহ। সবকিছুর সওয়াব ও কি আমি পেতে থাকবো? নাকি শুধুমাত্র যতদিন আমার দান করা মুসহাফ থেকে পড়েছে শুধুমাত্র ততদিনই সওয়াব পাওয়া যাবে? যদি আমার দান করা মুসহাফ হতে কোনো সূরা কেউ মুখস্থ করে তাহলে সে যতদিন সেই সূরা পড়বে আমি কি সওয়াব পাবোনা উস্তাদ? সেটা পড়ে অন্য মুসহাফ দেখেই পড়ুক অথবা না দেখে যেহেতু তার মুখস্থ?
২.একজন বললেন উনি নাকি জেনেছেন মৃত ব্যক্তির জন্য হুজুর ডেকে কুরআন পড়লে সওয়াব নাকি মৃত ব্যক্তি পায়না, শুধুমাত্র হুজুরই পায়। সাদাকায়ে জারিয়া করতে হলে নাকি ৩ শ্রেণী (ইলম শিখানো, সন্তানের দুয়া, আর সাদাকায়ে জারিয়া) এর মধ্যে থেকেই করতে হবে।