বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হুরমতে মুসাহারাম তিনভাবে প্রতিষ্টিত হয়ে থাকে, যথা-
(১)নিকাহ (২)ওতি বা সহবাস (৩)দাওয়ায়ীয়ে ওতি বা সহবাসের দিকে আকৃষ্টকারী বিষয় সমূহ যেমন,(ক)স্পর্শ,(খ)লজ্জাস্থানের দিকে দৃষ্টি।
নিকাহ দ্বারা হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হওয়ার বিষয়ে সমস্ত উম্মত একমত। বিবাহ ব্যতিত শুধুমাত্র ওতি বা সহবাস দ্বারা হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। শর্তগুলো হল,
(১) সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না। বিস্তারিত জানতে ক্লিক করুন-
1233
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)হুরমতে মুসারাত শর্ত গুলো সম্পর্কে উপরোক্ত লিংকে ক্লিক করে জানতে পারবেন। সবগুলো শর্ত পাওয়া গেলেই তবে হুরমতে মুসাহারাহ প্রমাণিত হবে।নতুবা হুরমতে মুসাহারাহ প্রমাণিত হবে না।
(২) প্রশ্নের বিবরণ অনুযায়ী শুধুমাত্র কল্পনা দ্বারা হুরমত প্রমাণিত হবে না।
(৩) পুরুষাঙ্গ দেখার পর সহবাসের কামনা বাসনা করলেই হুরমত প্রমাণিত হবে।
(৪)গালাগালির সাথে হুরমতে মুসারাত এর কোনো সম্পর্ক নাই। মহিলা মহিলা (তথা মা -মেয়ে) হুরমতে মুসারাত হয় না। এবং হওয়ার প্রশ্নও আসে না।