ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাজে যদি হঠাৎ মনে মনে কনফিউশান হয় যে, সূরা মিলালাম কিনা? বা তাশাহুদ পরলাম কিনা? তাহলে তাহাররি তথা গভীর চিন্তাভাবনা করে কোনো একদিককে নির্দিষ্ট করে সেই অনুযায়ী নামায পড়া এবং শেষে সাহু সিজদা দেয়া।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1797
যদি সন্দেহের ভিত্তিতে সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে (কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলয়েছেন কি না? তা নিয়ে সন্দেহ হলে, তাহাররি তথা চিন্তা ভাবনা করতে হবে। চিন্তাভাবনা করে যে দিকে মন ধাবিত হবে, সেই অনুযায়ী নামায সম্পন্ন করতে হবে। যদি চিন্তাভাবনা করে দেখা যায় যে, সূরা মিলানো হয়নি, তাহলে শেষে সাহু সিজদা দিতে হবে। যদি চিন্তাভাবনা করে দেখা যায় যে, সূরা মিলানো হয়েছে, এবং এই চিন্তাভাবনা করতে যেয়ে তিন তাসবিহ পরিমাণ সময় ব্যয় হয়, তাহলেও সাহু সিজদা আসবে। প্রশ্নের বিবরণ অনুযায়ী নামায বিশুদ্ধ ত্বরিকায় আদায় হয়নি। সুতরাং উক্ত নামাযকে আবার দোহড়িয়ে নিবেন।