১/ আমি পাখি পালি,,পাখি গুলো ছোট হওয়ায়,তাদের হাতে খাওয়াতে হয়,,অনেক সময় খাওয়ার সাথে সাথে উগলে দেয়,মাথা ঝাঁকা দিয়ে চারপাশে ছিটিয়ে দেয়,,অনেক সময় গায়ে এসে পরে,,খাওয়ার সাথে সাথে উগলে দিলে,সেটা বমি বলে ধরব?এটা কি নাপাক
আবার অনেক সময়,, মুখ দিয়ে খাবার এনে ছিটায়,,এই বমি কি নাপাক
আর পাখির বমির বিধান কি?
২/ আমরা ঘরে খাঁচায় পাখি পালি,,ঘরে পাখি পাললে কি রহমতের ফেরেশতা আসবে না? একজন বলেছে,যে ঘরে পাখি থাকলে আর পাখির মল থাকার কারণে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে না,,এটা কি সত্যি?
৩/ অনেক সময় পাখি ফ্লোরে পায়খানা করে দেয়! কখনও সাথে সাথে মুছে ফেলি আবার কখনও শুকিয়ে যায়!
পাখির মল পরিষ্কার করার জন্য প্রথমে ভিজা কাপড় নিয়ে মুছে,,সেই কাপড় টা ট্যাপের কলে বেশি পানির নিচে অনেকক্ষন রেখে, চিপে আবার পাখির মলের জায়গা মুছি,
++যে কাপড় টা দিয়ে মুছি,সেটা এভাবে ট্যাপের কলের নিচে রেখে ধুয়ে নিলে পাক হবে?
এভাবে দুইবার মোছার পর,ফ্লোর যায়গা শুকিয়ে গেলে যায়গা পাক হবে?
আর যদি পাক না হয়ে থাকে,তাহলে এই অবস্থায়, এভাবে ২ বার মোছার পর পুরো ঘর অন্য ঘর মুছনি দিয়ে মুছি। এভাবে কি পুরো ফ্লোর নাপাক হয়ে যাবে?
আমাদের টাইলস এর ফ্লোর!
৪/ একটা কাপড়ে নাপাক লাগলো,আমি জানিনা সেটা কোথায় লেগে আছে,,আমি যদি সেই কাপড় আলাদা করে না ধুয়ে,সাবান পানিতে ভিজিয়ে রেখে,
পরে ট্যাপের কলের নিচে পানি ছেড়ে,চিপে চিপে অনেকক্ষণ পানির নিচে ধুয়ে নিলে তা পাক হয়ে যাবে?
নাকি পাক করার জন্য,আলাদা করে তিনবার পানি পাল্টিয়ে অবশ্যই ধুতে হবে
আমি উপরের মতো করে বড় বড় কাপড়,যেমন,চাদর,কম্বল ইত্যাদি! ধুই,,যেগুলো তিনবার ধুয়ে পানি পুরো বের করা কষ্টকর!এভাবে পাক হয়?