اَسـَّلَامُ عـَلَـيْـكُـمْ
উস্তায্ , একজন বোনকে তার খালাত বোন এর মাধ্যমে খোঁজ পেয়ে শুধু ছেলে দেখতে আসে বিয়ের জন্য,, দেখে শুনে ছেলেরও মেয়েকে পছন্দ হয় এবং মেয়ের পরিবারেরও ছেলেকে পছন্দ হয়, পরবর্তীতে ছেলের বাবা-মা বেকে বসে যে ছেলে কেন একা একা গেল দেখতে যদিও ছেলে তার বড় বোন এর কাছে বিষয়টা জানিয়েই এসেছিল,, তারপর ছেলের পরিবার পরবর্তীতে মেয়ের খোঁজ খবর নেয় এবং খোজ নিয়ে তাদের পছন্দ হয়না, কারণ মেয়েদের আর্থিক অবস্থা তেমন ভালোনা তবে তারা সামাজিকতা বুঝে,,তো এখন ছেলে চাইতেছে যে এখন বাবা মার অমতে মেয়েকে বিয়ে করবে,, কারণ ছেলে শুধু একটা দ্বীনদার মেয়ে চায় আর কিছুনা, আর সেই মেয়েটি মাশাল্লাহ দ্বীনদার,,এখন এমতাবস্থায় কি তাদের বিয়ে করাটা ঠিক হবে ছেলের বাবা মা ছাড়া?(তার বাবা মা বলে দিছে তুমি একা বিয়ে করলে কর কিন্তু এর মধ্যে আমরা নাই)