জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হালাল প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ।
১. পুরুষ লিঙ্গ। ২. স্ত্রী লিঙ্গ। ৩. মুত্রথলি। ৪. মেরুদণ্ডের ভেতরের মগজ বা সাদা রগ। ৫. পিত্ত। ৬. অন্ডকোষ। ৭. চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত। ৮. প্রবাহিত রক্ত। তবে এগুলোর ৮ম প্রকার প্রবাহিত রক্ত অকাট্য হারাম, বাকিগুলো মাকরুহে তাহরিমি। (আহসানুল ফাতাওয়া ৭/ ৪০৭)
প্রবাহিত রক্ত অকাট্য হারাম। এর দলিল হচ্ছে, আল্লাহ তাআলার বাণী;
قل لاَّ أَجِدُ فِي مَا أُوْحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلاَّ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ
আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র। (সূরা আলআনআ’ম ১৪৫)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এক্ষেত্রে ডিম ভাঙ্গার পর তাতে কোনো নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া না গেলে সেই ডিম পাক বলেই বিবেচিত হবে। সেই ডিম খাওয়া হালাল।
(০২)
এ দাগ তুলে ফেলা আবশ্যক নয়।
তবে সতর্ক থাকবেন,যাতে করে ডিম ভাঙ্গার সময় তাতে এই নাপাকির মিশ্রণ না হয়।
(০৩)
প্রথমে নাপাক কাপড় যে দড়িতে শুকাতে দিয়েছিলেন,সেটা কি ৩ বার ধোয়ার পর নাকি ধোয়ার আগে?
ধোয়ার আগে হলে তাতে ভেজা নাপাকি ছিলো না কি শুকনো নাপাকি ছিলো?
ভেজা নাপাকি থাকলে তার পরিমান কেমন ছিলো,কাপড় কি চিপলে নাপাক বের হবে, এমন?
বিস্তারিত কমেন্ট বক্সে জানালে জবাব প্রদানে সুবিধা হতো।