আসসালামু আলাইকুম
আমি একজন মেয়ে। আমার প্রথম বিবাহ হয়েছিল একখানে। সেখানে আমার স্বামীর সাথে বিভিন্ন কারণে বনিবনা না হওয়ায় একসময় তার সাথে অনেক রাগারাগি হয় আমার।সেখানে রাগারাগীর এক পর্যায়ে আমি ডিভোর্স লেটার পাঠাই কিন্তু তার সাথে কথা বলে। সে এক সময় রাগের মাথায় আমাকে বলছে যে ঠিক আছে তুমি পাঠাও। তার এই কথার পর আমি সেখানে লেটার পাঠিয়ে দিই। তার ঠিক দেড় বছর পর আমার অন্যখানে বিবাহ হয়, আমার ২য় সংসার দেড় বছরের চলছে।কিন্তু হঠাৎ কোনো এক মাধ্যম থেকে আমি জানতে পারি যে আমার প্রথম স্বামী বলে সে আমাকে তালাক দেয়নি। আমাকে যে বলেছিলো 'ঠিক আছে পাঠাও' সেটা নাকি রাগে বলেছে, কিন্তু আমাকে ছাড়তে চাইনি। আমি তো তার ওই কথায় ধরে নিয়েছি যে, রাগে হোক বা অভিমানে হোক সে আমাকে অনুমতি দিয়েছে। কিন্তু এখন সে অস্বীকার করছে। বিয়ের কাবিনে ১৮ নং এ তো টিক চিহ্ন কাজি দিয়েছে তার কাছে জিজ্ঞেস না করেই।আর আমি তার কাছে থেকে এক টাকাও মোহরানা নেইনি।
এখন আমার প্রশ্ন হচ্ছে ২ টা,,,
প্রথমত..আমি তো দ্বিতীয় সংসার করতেছি, আমার কি আসলেই প্রথম সংসার থেকে তালাক হয়েছে?
যদি সেটা না হয় তাহলে তো দ্বিতীয় সংসার এ আমার পাপ হবে।
দ্বিতীয়ত... প্রথম স্বামী আমার মোহরানা পরিশোধ করতে চায় নিজে থেকে,,,, সেটা নেয়া কি আমার জায়েয হবে?
আমি খুব বড় সমস্যার মধ্যে পড়েছি, দয়া করে খুব দ্রুতই উত্তর দিবেন হুজুর।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।