বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এখন যদি মহিলা অটাল সম্পদ প্রাচুর্যের মালিক থাকে তাহলে কি এক্ষেত্রে কু'ফু প্রযোজ্য হবে?
(তথা ঐ পরিমাণ সম্পদ কি পুরুষের ও হতে হবে?)
ইমাম আবু-হানিফা ও ইমাম মুহাম্মদ রাহ এর মতে তা গ্রহণযোগ্য।তারা বলেনঃ এমনকি অটাল ধনদৌলতের মালিক কোনো মহিলার কু'ফু ঐ পুরুষ হবে না যে শুধুমাত্র মহর এবং নফকার মালিক।
কেননা মানুষ ধনদৌলত নিয়ে গর্ববোধ করে এবং দারিদ্র্যতাকে নিয়ে অস্বস্তিবোধ করে ও নিজেকে দুর্বল ভাবে। ইমাম আবু ইউসুফ রাহ বলেনঃ ধনদৌলতে কাফা'আত গ্রহণযোগ্য নয়,কেননা ধনদৌলতের কোনোপ্রকার স্থায়িত্ব নেই।সম্পদ সকাল আসে আবার বিকাল চলে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
780
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মহিলা যদি অভিভাবকের অনুমতি ব্যতিত বিয়ে করে, তখনই কু'ফুর সমতা হওয়া বা না হওয়ার কারণে অভিভাবকের বিয়ে ভঙ্গের অনুমতি প্রসঙ্গ আসে। কিন্তু যখন অভিভাবকের অনুমতি ক্রমে বা অভিভাবকের সন্তুষ্টিতে কু'ফু ব্যতিত কোথাও কোনো মেয়ের বিয়ে হয়, তখন উক্ত বিয়েতে কোনো প্রকার সমস্যা হয় না।
তাছাড়া কু'ফুর সমতা ছেলে পক্ষের জন্য প্রযোজ্য নয়।
প্রশ্নের বিবরণমতে যেহেতু পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব এসেছে, তাই এখানে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কু'ফু র সমতা যাচাইবাচাই করা অত্যাবশ্যকীয় নয়। কু'ফু ছাড়াও বিয়ে শুদ্ধ হবে।
الدر المختار: (کتاب النکاح، باب الولی، 55/3)
(فنفذ نکاح حرة مکلفة بلا ) رضا ( ولی ) والأصل أن کل من تصرف في مالہ تصرف في نفسہ وما لا فلا ( ولہ )أي: للولي ( إذا کان عصبة )….( الاعتراض في غیر الکفء) فیفسخہ القاضي،…. ( ما لم ) یسکت حتی ( تلد منہ ) لئلا یضیع الولد ، وینبغي إلحاق الحبل الظاھر بہ، ( ویفتی) في غیر الکفء ( بعدم جوازہ أصلاً ) وھو المختار ( لفساد الزمان )
کنز الدقائق: (256/1، ط: دار البشائر الاسلامیۃ)
من نكحت غير كفء فرق الولي ورضا البعض كالكل وقبض المهر ونحوه رضا لا السكوت والكفاءة تعتبر نسبا فقريش أكفاء والعرب أكفاء وحرية وإسلاما، وأبوان فيهما كالآباء وديانة ومالا وحرفة -