আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু,
উস্তাদ আমি জানতে চাচ্ছি যে,
১)বাজারে যে মেহেদী গুরা পাওয়া যায়,সেটা দিয়ে ঘরে মেহেদি বানিয়ে দেওয়া যাবে কিনা??
২) যে মহিলা বা মেয়ে পর্দা করে না তাদের হাতের ছবি বা বিভিন্ন কাপরের লাইভ করে ফেসবুকে , এসব মহিলাদের কাছ থেকে অরগানিক মেহেদি বা কাপর কিনা যাবে কি???
৩) উস্তাদ সালওয়ার কামিস কি পরা যাবে নাকি গোল জামাই পরা সুন্নত??