আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
রাফেজি শিয়ারা কাফির। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাফেজি শিয়া ছিল। সেক্ষেত্রে তালিবানদের শোক জানানো, তাঁর মাগফিরাত কামনা করা কি ঠিক হয়েছে?

(১) ইসলামী কূটনীতিতে কি কোন নজির এমন আছে যে― কোন অমুসলিম বা শিয়া ধর্মের লোকদের জন্য ক্ষমা মোনাজাত করা?

(২) কিংবা অনুরূপ কাছাকাছি কিছু বর্ণনা আছে? সাহাবীদের সময় বা রাসূল স. এর সময়।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শিয়া দুই প্রকার, যথা- 
(ক) যাদের আকিদাতে কুফরি রয়েছে, যেমন, আবু বকর উসমানকে খেলাফত ছিনতাইকারী মনে করা, কুরআন ৩২ পারার আকিদা পোষণ করা, আয়েশা রাযি উপর অপবাদ দেওয়া, আলী রাযি কে নবী মনে করা, ইত্যাদি ইত্যাদি।
(খ) যাদের আকিদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর পরিবারের প্রতি মহব্বত প্রকাশে সুন্নাহ বিরোধী অতিরঞ্জনতা রয়েছে ঠিক তবে তাদের আকিদাতে কুফরি কোনো বিষয় নেই। 

প্রথম প্রকারের শিয়াগণ কাফির। দ্বিতীয় প্রকারের শিয়াগণ বিদ'আতি,পথভ্রষ্ট তবে কাফির নয়। প্রথম প্রকারের শিয়াদের জন্য দু'আ করা কাফিরদের জন্য দু'আ করার মতই নাজায়েয ও হারাম। তবে দ্বিতীয় প্রকারের শিয়াদের জন্য দু'আ করা নাজায়েয হবে না।


অমুসলিম বা কাফির শিয়াদের জন্য শোকবার্তা প্রেরণ করা কি জায়েয?

এই প্রশ্নের জবাবে বলা যায় যে, অমুসলিম বা কাফিরদের মাগফিরাত কামনা করে দু'আ করা না নাজায়েয ও হারাম। তবে তাদের পরবর্তী প্রজন্মের জন্য হেদায়ত কামনা করে দু'আ করা জায়েয হবে। যেমন এভাবে বলা, আল্লাহ তোমাকে/তোমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করুক।আল্লাহ তোমাকে/তোমাদেরকে সংশোধন বা হেদায়ত দান করুক। দু'আর সারমর্ম হল, তাদের জন্য বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য হেদায়তের দু'আ করা।
"(قَوْلُهُ: وَجَازَ عِيَادَتُهُ) أَيْ عِيَادَةُ مُسْلِمٍ ذِمِّيًّا نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا؛ لِأَنَّهُ نَوْعُ بِرٍّ فِي حَقِّهِمْ وَمَا نُهِينَا عَنْ ذَلِكَ، وَصَحَّ أَنَّ النَّبِيَّ اللَّهُ «عَادَ يَهُودِيًّا مَرِضَ بِجِوَارِهِ»، هِدَايَةٌ. 

(قَوْلُهُ: وَفِي عِيَادَةِ الْمَجُوسِيِّ قَوْلَانِ) قَالَ فِي الْعِنَايَةِ: فِيهِ اخْتِلَافُ الْمَشَايِخِ فَمِنْهُمْ مَنْ قَالَ بِهِ، لِأَنَّهُمْ أَهْلُ الذِّمَّةِ وَهُوَ الْمَرْوِيُّ عَنْ مُحَمَّدٍ، وَمِنْهُمْ مَنْ قَالَ هُمْ أَبْعَدُ عَنْ الْإِسْلَامِ مِنْ الْيَهُودِ وَالنَّصَارَى، أَلَا تَرَى أَنَّهُ لَا تُبَاحُ ذَبِيحَةُ الْمَجُوسِ وَنِكَاحُهُمْ اهـ.
قُلْت: وَظَاهِرُ الْمَتْنِ كَالْمُلْتَقَى وَغَيْرِهِ اخْتِيَارُ الْأَوَّلِ لِإِرْجَاعِهِ الضَّمِيرَ فِي عِيَادَتِهِ إلَى الذِّمِّيِّ وَلَمْ يَقُلْ عِيَادَةُ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ، كَمَا قَالَ الْقُدُورِيُّ، وَفِي النَّوَادِرِ: جَارٌ يَهُودِيٌّ أَوْ مَجُوسِيٌّ مَاتَ ابْنٌ لَهُ أَوْ قَرِيبٌ يَنْبَغِي أَنْ يُعَزِّيَهُ، وَيَقُولَ: أَخْلَفَ اللَّهُ عَلَيْك خَيْرًا مِنْهُ، وَأَصْلَحَك، وَكَانَ مَعْنَاهُ أَصْلَحَك اللَّهُ بِالْإِسْلَامِ يَعْنِي رَزَقَك الْإِسْلَامَ وَرَزَقَك وَلَدًا مُسْلِمًا، كِفَايَةٌ". (كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ، فَصْلٌ فِي الْبَيْعِ، ٦ / ٣٨٨، ط: دار الفكر) فقط واللہ اعلم -


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...