বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শিয়া দুই প্রকার, যথা-
(ক) যাদের আকিদাতে কুফরি রয়েছে, যেমন, আবু বকর উসমানকে খেলাফত ছিনতাইকারী মনে করা, কুরআন ৩২ পারার আকিদা পোষণ করা, আয়েশা রাযি উপর অপবাদ দেওয়া, আলী রাযি কে নবী মনে করা, ইত্যাদি ইত্যাদি।
(খ) যাদের আকিদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর পরিবারের প্রতি মহব্বত প্রকাশে সুন্নাহ বিরোধী অতিরঞ্জনতা রয়েছে ঠিক তবে তাদের আকিদাতে কুফরি কোনো বিষয় নেই।
প্রথম প্রকারের শিয়াগণ কাফির। দ্বিতীয় প্রকারের শিয়াগণ বিদ'আতি,পথভ্রষ্ট তবে কাফির নয়। প্রথম প্রকারের শিয়াদের জন্য দু'আ করা কাফিরদের জন্য দু'আ করার মতই নাজায়েয ও হারাম। তবে দ্বিতীয় প্রকারের শিয়াদের জন্য দু'আ করা নাজায়েয হবে না।
অমুসলিম বা কাফির শিয়াদের জন্য শোকবার্তা প্রেরণ করা কি জায়েয?
এই প্রশ্নের জবাবে বলা যায় যে, অমুসলিম বা কাফিরদের মাগফিরাত কামনা করে দু'আ করা না নাজায়েয ও হারাম। তবে তাদের পরবর্তী প্রজন্মের জন্য হেদায়ত কামনা করে দু'আ করা জায়েয হবে। যেমন এভাবে বলা, আল্লাহ তোমাকে/তোমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করুক।আল্লাহ তোমাকে/তোমাদেরকে সংশোধন বা হেদায়ত দান করুক। দু'আর সারমর্ম হল, তাদের জন্য বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য হেদায়তের দু'আ করা।
"(قَوْلُهُ: وَجَازَ عِيَادَتُهُ) أَيْ عِيَادَةُ مُسْلِمٍ ذِمِّيًّا نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا؛ لِأَنَّهُ نَوْعُ بِرٍّ فِي حَقِّهِمْ وَمَا نُهِينَا عَنْ ذَلِكَ، وَصَحَّ أَنَّ النَّبِيَّ اللَّهُ «عَادَ يَهُودِيًّا مَرِضَ بِجِوَارِهِ»، هِدَايَةٌ.
(قَوْلُهُ: وَفِي عِيَادَةِ الْمَجُوسِيِّ قَوْلَانِ) قَالَ فِي الْعِنَايَةِ: فِيهِ اخْتِلَافُ الْمَشَايِخِ فَمِنْهُمْ مَنْ قَالَ بِهِ، لِأَنَّهُمْ أَهْلُ الذِّمَّةِ وَهُوَ الْمَرْوِيُّ عَنْ مُحَمَّدٍ، وَمِنْهُمْ مَنْ قَالَ هُمْ أَبْعَدُ عَنْ الْإِسْلَامِ مِنْ الْيَهُودِ وَالنَّصَارَى، أَلَا تَرَى أَنَّهُ لَا تُبَاحُ ذَبِيحَةُ الْمَجُوسِ وَنِكَاحُهُمْ اهـ.
قُلْت: وَظَاهِرُ الْمَتْنِ كَالْمُلْتَقَى وَغَيْرِهِ اخْتِيَارُ الْأَوَّلِ لِإِرْجَاعِهِ الضَّمِيرَ فِي عِيَادَتِهِ إلَى الذِّمِّيِّ وَلَمْ يَقُلْ عِيَادَةُ الْيَهُودِيِّ وَالنَّصْرَانِيِّ، كَمَا قَالَ الْقُدُورِيُّ، وَفِي النَّوَادِرِ: جَارٌ يَهُودِيٌّ أَوْ مَجُوسِيٌّ مَاتَ ابْنٌ لَهُ أَوْ قَرِيبٌ يَنْبَغِي أَنْ يُعَزِّيَهُ، وَيَقُولَ: أَخْلَفَ اللَّهُ عَلَيْك خَيْرًا مِنْهُ، وَأَصْلَحَك، وَكَانَ مَعْنَاهُ أَصْلَحَك اللَّهُ بِالْإِسْلَامِ يَعْنِي رَزَقَك الْإِسْلَامَ وَرَزَقَك وَلَدًا مُسْلِمًا، كِفَايَةٌ". (كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ، فَصْلٌ فِي الْبَيْعِ، ٦ / ٣٨٨، ط: دار الفكر) فقط واللہ اعلم -