আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ,
পূর্বোক্ত
https://ifatwa.info/97850/ ফাতোয়ার ২নং প্রশ্নটি সম্পর্কে আরো একটু ক্লিয়ার হতে চাই।
১, আপ্নারা যেহেতু বললেন যে, আমি আমার উক্ত ফ্রেন্ডের থেকে পুরো ইনভেস্টমেন্ট নিয়ে তাকে শুধু ৫০% প্রফিট দেয়া জায়েজ হবেনা, তাহলে এক কাজ করা যায় কিনা, যে ওর থেকে পুরো ইনভেস্টমেন্ট না নিয়ে ৯০শতাংশ নিলাম।
ধরুন, আমি( সিয়াম),তৌফিক,আদিয়ান বিজনেস করছি। তিনজনের ৩০হাজার করে ইনভেস্টমেন্ট,কিন্তু আমি ও তৌফিক গায়ে গতরে খাটার দরুন, আমরা প্রফিটের ১০% করে নিব দুজনে। বাকি ৮০%, ইনভেস্টমেন্টের আনুপাতিক হার অনুযায়ি ভাগ হবে।
এখন আমি (সিয়াম) ৩০ হাজার টাকা ম্যানেজ করতে না পারায় আমি আমার শেয়ার পুরোটা খাইরুলকে বিক্রি করে তাকে শুধু আমার ইনভেস্টমেন্টের কারণে আমার ভাগে পাওয়া প্রফিটের ৫০% প্রফিট দিতে চাচ্ছিলাম যেটা আপ্নারা না করলেন।তাহলে এখন চাচ্ছি, আমি আমার ভাগের এক না দুহাজার টাকা নিজে দিব,বাকি ২৯/২৮০০০ টাকার শেয়ার খাইরুল থেকে নিব।এখন যেহেতু ইনভেস্টমেন্ট আমার কিছু হলেও আছে,সেক্ষেত্রে খাইরুল কে এখন প্রফিটের ৫০% যদি দেই তাহলে কি জায়েজ হবে? উল্লেখ্য খাইরুলের ব্যাপারটা,তৌফিক ও আদিয়ান জানেনা। আমি অর্থ সংগ্রহ করতে খাইরুলের সাথে আলাদা চুক্তি করেছি।
2, যদি এমন হয় তিন জন একটা ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ, প্রত্যেকে ৩০হাজার করে টাকা দিল।যখন লাগবে দেয়ার প্রতিশ্রুতি দিল।তাহলে ৯০০০০ টাকা। এরপর বিজনেস শুরু করার পর বিজনেসের মাল সামান কেনার সময় দেখা গেল,আমাদের ১ম চালা এ কাজে লাগতেসে ৬০০০০ টাকা আপাতত, 30000 লাগছেনা,তাই ৩য় ব্যক্তি টাকা তার কাছেই রাখল। তাকে বলা হল যখন লাগবে দিতে। এখন প্রশ্ন হল যেহেতু ১ম চালানে ৩য় ব্যক্তির টাকা লাগেনি।তাকে কি প্রফিটের ভাগ দেয়া যাবে?
৩, আমরা একজনের পিছে নামাজ পড়ছিলাম সে আল্লাহু আকবার নামাজে পড়ার সময়,আকবার শব্দে বা এর পর টান দিয়ে র পড়ছিল।আকবা-র এমন।তার পর নামাজ হবে কি?
৪,আমি এক লোকের থেকে ইনভেস্টমেন্ট নিয়েছি।কিন্তু ব্যবসাতে খাটাইনি,পরে সে টাকা যখন চায় তখন এটা জানাই।এখন সে ক্ষতিপূরণ দাবি করছে।কিবাবে খতিপূরণ ন্যির্ধারণ হবে.
৫, যদি এমন চুক্তি করা হয় যে তিনজন ব্যবসা করবে যখন যার হাতে যত থাকবে সুবিধা অনুযায়ী ইনভেস্ট করবে। তবে প্রফিট পাবে ৩৩% করে,যতখানিইবা ইনভেস্টমেন্ট হোক না কেন। লস ও ৩৩% অনুযায়ী ভাগ হবে।এটা কি ঠিক হবে?
৬, যদি এমন চুক্তি করা হয় যে তিনজন ব্যবসা করবে যখন যার হাতে যত থাকবে সুবিধা অনুযায়ী ইনভেস্ট করবে। তবে প্রফিট পাবে ৩৩% করে,যতখানিইবা ইনভেস্টমেন্ট হোক না কেন। লস ভাগ আনুপাতিক ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ হবে।এটা কি ঠিক হবে?
৭, একটা ব্যবসার ২৫% শেয়ার আমার। আবার আমি শ্রম ও দিই। অর্থ সংকুলানের দরুন আমার পুরো ২৫% শেয়ার আমার ফ্রেন্ডকে দিয়ে দিলাম,আর বললাম যে প্রফিট আমি পেতাম ২৫% শেয়ারের এর জন্য সেটাই তোমাকে দিব শুধু শ্রমের কারণে সেই প্রফিটের ১০% আমি রেখে দিব। আর লস হলে যে লস আমার ভাগে আসত সেটা পুরোটা তোমার।