১) শুধু ৬.৫ ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে? টাকা না থাকলে
২)রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি অথবা সমান হলে অজু ভেংগে যাবে ।আমার প্রশ্ন হলো থুতুর পরিমানটা কতটুকু হতে হবে?
৩)আমরা যেই বিল্ডিংয়ে থাকি একেক্টা ফ্লাটের মালিক একেকজন।ছাদে আম ,লেবু ,ড্রাগন, পেয়ারা ,ফুল গাছ ইত্যাদি গাছ আছে।কেয়ার টেকার এই ফলগুলা প্রতি বিল্ডিংয়ে দিয়ে যায়।কিন্তু লেবু আর পেয়ারা দেয় না,এমন কি গাছে পেকে যায় পাখি খায় তারপরেও দিয়ে জায় না।তাই আমরা নিয়ে এসে খাই ।এজন্য আমাদের গুনাহ হবে? অন্যের হক নষ্ট করার? অন্যরা এইগুলা নিয়ে যায় কিনা জানিনা
৪) ছাদ থেকে ফুলের ডালা আনছিলাম।গুনাহ হবে,? অন্য বিল্ডিংয়ের কেও হয়তো রেখেছে ।কেয়ারটেকার দেখাশুনা করে।যেই ডালটা নিয়ে আসছিলাম ওইটা হয়তো গাছ ছাটাইয়ের সময় কেটে ফেলতো। ডালটা বেশি ভালো ছিলো না । মাঝে মাঝে ফুলও নিয়ে আসি , এজন্য গুনাহ হবে?