১)এক ব্যবসায়ে চারজন অংশীদার ছিল।সেখান থেকে খ নামের ব্যক্তি প্রতারণা করে প্রায় অনেক টাকায় নিয়ে উধাও হয়ে যায়।অত:পর ক,গ,ঘ ব্যক্তির ক্ষতি হয়ে যায়।কিন্তু গ, ঘ ব্যক্তি মিলে ক ব্যক্তির উপর মামলা করে দেয় যে ক ব্যক্তি প্রতারণা করেছে তাই তারা পুরো টাকা ব্যাক চায় ক ব্যক্তির কাছে।এভাবে আদালতে মামলা করে।কিন্তু ক ব্যক্তি কোনো দোষ করেনি, কোনো টাকা মেরে খায়নি।তাও তার উপর মামলা করা হয়েছে।টাকা পুরো ব্যাক না দিলে ৯মাসের জেল ও খাটতে হতে পারে।কিন্তু ক ব্যক্তির এইখানে কোনোরূপ দোষ নেই।তাও ক ব্যক্তি গ,ঘ ব্যক্তিকে বলেছে কিছু টাকা ফেরত দিবে কিন্তু সম্পূর্ণটা দেওয়া সম্ভব না।আর দিবেই বা কেনো ক ব্যক্তি তো প্রতারণা করেনি।তাও এই বিষয়টি রফাদফা করার জন্য কয়েক লাখ টাকা দিবেন বলেছেন।এমতাবস্থায় ক ব্যক্তিটি কি করবে?তিনি কি উকিলকে ঘুষ দিয়ে কেস টা ক্লোজ করে দিতে পারবেন?এইক্ষেত্রে কি গুনাহ হবে?
২)এক দম্পতির ১০লাখ কাবিনে বিয়ে হয়।কিন্তু স্বামীর পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব না।স্ত্রী এইটা বুঝেন যে তার স্বামীর পক্ষে এতো কাবিন দেওয়া সম্ভব না।তাই সেই দম্পতি চাচ্ছেন নিজেদের মধ্যে এখন একটা কম এমাউন্ট ধরে সেটা আদায় করতে।যেমন তারা এখন চাচ্ছে ২/৩লাখ ধরে কাবিন আদায় করে দিবে।এইক্ষেত্রে স্ত্রীর সম্মতি আছে।এভাবে করা যাবে?