আসসালামু আলাইকুম।
বাসায় কাজ করেন একজন খাদেমা। উনার খাওয়া পড়া, চিকিৎসা,পোশাক সবই মালিকের। উনার বেতন পুরাটাই জমা থাকে। তো এখন উনি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন। কিন্তু উনার নিজস্ব বাড়িঘর বা জমিজমা নাই। উনার স্বামি নাই,ছেলে সন্তান ও নাই। একটা মেয়ে আছে যে বিবাহিতা । উনার উপর কি যাকাত ফরজ হবে? এবং কুরবানী ওয়াজিব হবে?