আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।।আমার ভাইয়া কিছুদিন আগে বিদেশ গিয়েছে,সে বর্তমানে কুয়েত থাকে,ও সেখানে একটি ব্যাংকে জব এর জন্য এপ্লাই করেছে,সে ওই ব্যাংকে জব টা নিবে ইন শা আল্লাহ।
এখন আমি বুঝতে পারছি না যে সেখানে ব্যাংকে জব করা হালাল কি না? বাংলাদেশে যেমন বেশিরভাগ ব্যাংকে জব করা হারাম কারণ এখানে সুদ থাকে, বাংলাদেশের মতো কি সেখানেও ব্যাংকে সুদের সিস্টেম রয়েছে? আমার ভাইয়া যদি জব টা নেয় সেটা হালাল হবে?
এটা নিয়ে আমি অনেক চিন্তিত,আমাকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে মুনাসিব হতো। জাযাকাল্লাহ খইরন উস্তাদ।