আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (55 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

 

১/কেয়ামতের কত বছর পূর্বে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে অস্ত যাবে?

এ সম্পর্কে কুরআন ও হাদিসে নির্দিষ্ট বছরেরর সংখ্যা কি উল্লেখ করা আছে।

 

২/ জিন্নাত নামের অর্থ কি? কেনো এই নাম রাখা যাবেনা?

 

৩/জায়ান নামের অর্থ কি?


<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240519_082612_440.sdocx--><!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240519_082556_454.sdocx-->

৪/Ami namaz podte oju korece namaz ey jokon daralam niyot korar age hotat mone podlo hat kono porjontto doini..pore abar sodo hat kono porjontto doiye namaz ey daralam tahole ki namaz hobe?


<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240519_082629_529.sdocx-->

৫/ বর্তমানে আমাদের পারিবারিক আয়ের উৎস হয়েছে বৈদ্যুতিক কার্ড রিচার্জের দ্বারা, মানে বৈদ্যুতিক কার্ড রিচার্জ করার ব্যবসা আমাদের। যদিও এটি একটি হালাল ব্যবসা কিন্তু এই কার্ড রিচার্জ করার জন্য যে ডিজিটাল ডিভাইসটা বা রিচার্জ মেশিনটা প্রয়োজন সেটা সরকারের কাছ থেকে আবেদন করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়।(কিন্তু বর্তমানে সরকারি কোন কাজই ঘুষ ছাড়া হয় না)যাইহোক মূল বিষয় হচ্ছে আমরাও এই বৈদ্যুতিক রির্চাজ মেশিনটা নেয়ার জন্য ঘুষ প্রদান করেছি।এখন আমার জিজ্ঞাসা হচ্ছে যে, যদিও এটি একটি হালাল ব্যবসা কিন্তু যেহেতু ঘুষ দিয়ে নেয়া হয়েছে মেশিনটি তার ফলে কি আমাদের রোজগার সম্পূর্ণ হারাম হয়ে যায় নাকি কিছুটা হলেও হালাল হবে(যেহেতু ব্যবসাটি একটি হালাল ব্যবসা)।

<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240519_082652_498.sdocx-->

1 Answer

0 votes
by (567,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ يَعْنِي آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ ( لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا )

‘‘যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবেনা ততদিন কিয়ামত হবেনা। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোন উপকারে আসবেনা যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোন সৎকাজ করেনি’’।
(বুখারী, অধ্যায়ঃ কিতাবুর্ রিকাক।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

কেয়ামতের কত বছর পূর্বে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে অস্ত যাবে,এ সম্পর্কে কুরআন ও হাদিসে নির্দিষ্ট বছরের সংখ্যা খুজে পাইনি। 

(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 
اِلَّا مَنۡ رَّحِمَ رَبُّکَ ؕ وَ لِذٰلِکَ خَلَقَہُمۡ ؕ وَ تَمَّتۡ کَلِمَۃُ رَبِّکَ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۱۹﴾ 

তবে তারা নয়, যাদেরকে আপনার রব দয়া করেছেন এবং তিনি তাদেরকে এজন্যেই সৃষ্টি করেছেন। আর আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই, আপনার রবের এ কথ পূর্ণ হয়েছে।
(সুরা হুদ ১১৯)

مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾ 

জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।
(সুরা নাস ০৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
জিন্নাত শব্দের অর্থ হলো জীন সম্প্রদায়।
যেহেতু জীনদের নামে মানুষের নামকরণ করা হতে ফুকাহায়ে কেরামগন নিষেধ করেছেন,তাই জিন্নাত নাম না রাখার পরামর্শ থাকবে। 

তবে কেহ কেহ জিন্নাত শব্দকে জান্নাত শব্দের অর্থেও ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে তাদের দাবী অনুপাতে এর অর্থঃ
স্বর্গ, অতুলনীয় খুশির স্থান। খুশি, সুখ, প্রশান্তি, মাধুর্য, আনন্দ।

(০৩)
জায়ান নামের অর্থ হলো “মাধুর্য,সৌন্দর্য , অলংকার"।

(০৪)
এক্ষেত্রে হাত কনুই পর্যন্ত ধুয়ে এসে পুনরায় তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করলে নামাজ হবে।

(০৫)
এর দরুন আপনাদের রোজগার রোজগার  হারাম হয়ে যাবেনা।
বরং আপনাদের রোজগার সম্পূর্ণ হালাল থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...