আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
182 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
edited by
কিছু বিষয় নিয়ে কনফিউশান হচ্ছে  তাই জানতে চাচ্ছি।

১.
৩. যদি কোনো মেয়ে তার মে

৪. আমার স্কুল কলেজের অলমোস্ট সকল বান্ধবীদের মামা অথবা চাচা অথবা ভাইয়ের জন্য বিয়ের  প্রপোজাল পাঠালে আমাদের বাসা থেকে না করে দেওয়া হয় মনমতো না হওয়ার কারনে।আমার বান্ধবীরা আমার ছবি চায়, ছবি তুলতে চায় আমি ছবি না দেওয়াতে বা ভিডিও কলে অদের সাথে কথা না বলাতে ওরা অনেক কষ্ট পায়,বা কোনো খাবার রান্না করে নিয়ে এলে পিঠা বা যেকোনো আইটেম,আমি খাইনা,খুব বিশ্বস্ত না হলে কারো রান্না করে নিয়ে আসা খাবার আমি খাইনা (কারন আমি সতর্ক থাকি পূর্বে আমাকে খাবারের মাধ্যমে তাবিজ করা হয়েছিল)  এতে ওরা খুব কষ্ট পায় এবং এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়। এতে কী আমার গুনাহ হবে?

৫. কিছুদিন আগে একজনের সাথে ওয়াদা করছিলাম," যদি নেক্সট এই কাজ করা হয় তাহলে কোনোদিন মিষ্টি খাব না।কিন্তু ঐ কাজটা সে আবার করা হয়েছে।
এই ওয়াদার কাফফারা কী হবে?যদিও এখনও মিষ্টি খাওয়া হয়নি,,,,  সামনে তো বলা যাচ্ছে না কখন মিষ্টি খাওয়া লাগতে পারে।এ ধরনের ওয়াদা ভঙ্গের কাফফারা কীভাবে আাদায় করতে হবে?

৬.
থেকে ঝিনুক নিলে কী গুনাহ হবে?

৮.
৯. মিলাদের পর খাবার বা জিলাপি দেওয়া হয় সেটা যারা মিলাদ পড়ে না তারা খেলেও কী বিদয়াত হয় বা গুনাহ হয়?

১০. উস্তায আমি সর্বদা নজরের হিফাজত করার সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু কয়েকদিন আগে আমি না চাইতেও পরীক্ষা চলাকালীনসময় ক্লাসমেট একজনের দিকে কয়েকবার নজর পরে যায়,পরীক্ষার প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল তখন, কথাও হয়েছে কয়েকদিন একটা প্রয়োজনীয় টপিক নিয়ে,কয়েকদিন অপ্রয়োজনীয় কথাও হয়েছে,কিন্তু কথা না বললেও পারতাম, কেন বললাম কথা,অনেক বেশি অনুশোচনা হয়,এখন নিজেকে নিজের কাছে ঘৃণা লাগে, লজ্জা লাগে অনেক,খাওয়া নামায সব কিছুতে নিজেকে অপরাধী মনে হয়,লজ্জা লাগে,পরিবারের লোকজনের  দিকে তাকাতে পারি না লজ্জা লাগে।নিজেকে অনেক পচা মনে হয়।যদিও একেবারে নরমাল কথাই হয়েছে
আমি কী আমার স্বামীর হক নষ্ট করে ফেলেছি?অস্থিরতা কাটছে না

১১

১২. উস্তায একটা বিষয় জানতে পেরেছি যে সঠিক উদ্দেশ্যহীন আমলে কোনো সওয়াব হয়না।
কিন্তু ছোট থেকে নামাজপড়তাম কারন মা পড়তে বলতো বা নামাজ পড়তে হবে তাই পড়তাম।  কোনো কাজিনের সামনে যেতাম না,তাদের দিকে বা কোনো ছেলের দিকে ভুলেও তাকাতাম না লজ্জা লাগতো এজন্য। বাসার কাজ করতাম করতে হবে বা করা উচিত মনে হতো তাই করতাম। গান শুনলে মা চিল্লাপাল্লা করতো বকা দিতো তাই শুনতাম না। কোনো ছেলের সাথে কথা বলিনি, কারন কথা বলা খারাপ কাজ, মানুষ পচা বলবে তাই বলিনি।  কিন্তু এখানে আমার উদ্দেশ্য আল্লহর সন্তুষ্টি লাভের জন্য ছিল না।তাহলে কী আমি কোনো সওয়াব পাব না?
সবকিছু কী বিফলে যাবে?(তখন আমার দ্বীনের সঠিক /গভীর বুঝ ছিল না)

১৩. আমাদের ভালো কাজের বিনিময়ে কী আমরা দুনিয়াতে আমাদের প্রয়োজনীয় ভালো কিছু চাইব?বা প্রিয়জনের সুস্থতা চাইব?
নাকি ভালো কাজের বিনিময় শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি চাইব,জান্নাত চাইব?কোনটা বেশি যুক্তিযুক্ত?

1 Answer

0 votes
by (574,590 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(১.২)
হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে। (বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)

وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» . قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ. فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْم الْقِيَامَة بِصَلَاة وَصِيَام وَزَكَاة وَيَأْتِي وَقَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا. وَأَكَلَ مَالَ هَذَا. وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يَقْضِيَ مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرح فِي النَّار» . رَوَاهُ مُسلم

আবূ হুরায়রা (রাঃ)] হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি জানো, (প্রকৃত) গরীব কে? সাহাবায়ে কিরাম বললেনঃ আমরা তো মনে করি, আমাদের মধ্যে যার টাকা-পয়সা, ধনদৌলত নেই, সে-ই গরীব। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ কিয়ামতের দিন আমার উম্মাতের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে বেশি গরীব হবে, যে ব্যক্তি দুনিয়া থেকে সালাত, সিয়াম ও যাকাত আদায় করে আসবে; কিন্তু সাথে সাথে সেসব লোকেদেরকেও নিয়ে আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ রটিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে প্রহার করেছে; এমন ব্যক্তিদেরকে তার নেকীগুলো দিয়ে দেয়া হবে। অতঃপর যখন তার পুণ্য শেষ হয়ে যাবে অথচ পাওনাদারদের পাওনা তখনো বাকি, তখন পাওনাদারদের গুনাহ তথা পাপ তার ওপর ঢেলে দেয়া হবে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

(মুসলিম ৫৯-(২৫৮১), তিরমিযী ২৪১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৪৫, সহীহুল জামি‘ ৮৭, সহীহ আত্ তারগীব ২২২৩, শু‘আবুল ঈমান ৩৩, আহমাদ ৮০২৯, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৪১৯, সহীহ ইবনু হিব্বান ৪৪১১, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৫৬১, আল মু‘জামুল আওসাত্ব ২৭৭৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৮৩৮।)

জাবের (রাঃ) বলেন, আমি নবী করীম (ছাঃ)-কে বলতে শুনেছি, কোন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তার উপর কোন জাহান্নামবাসীর দাবী অবশিষ্ট থাকবে। আর কোন জাহান্নামবাসীও জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ তার উপর কোন জান্নাতবাসীর দাবী অবশিষ্ট থাকবে। আমি বললাম, সে দাবী কিভাবে মিটমাট করবে, যেখানে আমরা সকলে উত্থিত হব আল্লাহর সমীপে সহায়-সম্বলহীনভাবে? তিনি বলেন, নেকী ও গোনাহ দ্বারা’ (আহমাদ হা/১৬০৪২; আল-আদাবুল মুফরাদ হা/৯৭০; ছহীহুত তারগীব হা/৩৬০৮)।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে আপনি মন থেকে তাকে ক্ষমা করে দিলে সে মাফ পেয়ে যাবে।

তবে হিংসার দরুন আল্লাহ তায়ালা তাকে জবাবদিহিতার সম্মুখীন করতেও পারেন।

(০৩)
এ ধরনের কথা বলার দরুন মনের মধ্যে অন্য রকম ভাবনা আসতে পারে বিধায় এ ধরনের কথা শরীয়ত সমর্থন করেনা।

(০৪)
এতে আপনার গুনাহ হবেনা। 

(০৫)
এর কোনো কাফফারা আদায় করতে হবেনা।

(০৬)
হ্যাঁ, এক্ষেত্রে মিথ্যা বলার গুনাহ হবে।

(০৭)
না,এই ঋন কাউকে দিতে হবেনা।
ঝিনুক নিলে গুনাহ হবেনা।

(০৮)
যেভাবেই হোক তার সাথে আবারো যোগাযোগ করে মেমোরি সমপরিমাণ টাকা তার বাসায় বা তার মোবাইলে/বিকাশ নগদ ইত্যাদিতে পাঠিয়ে দিবেন।

(০৯)
এই খাবার গ্রহন না করার পরামর্শ উলামায়ে কেরামগন প্রদান করে থাকেন।

(১০)
এক্ষেত্রে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নিবেন। আল্লাহর কাছে রোনাজারি করবেন,ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি লাভ হবে।

(১১)
গীবত করলে গুনাহ হবে।
অন্যথায় গুনাহ হবেনা।

(১২)
আপনি উক্ত আমল গুলির ছওয়াব পাবেন।

(১৩)
ভালো কাজের বিনিময় শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি চাইবেন, এক্ষেত্রে জান্নাতও চাইতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...