বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
খুতবাহ শোনা ওয়াজিব।যদি কেউ ইচ্ছাকৃত মসজিদে দেড়ীতে যায়,তাহলে সে গোনাহগার হবে।হ্যা অনিচ্ছায় কখনো দেড়ী হয়ে গেলে, তখন গোনাহ হবে না।
(২)
আল্লাহ তা'আলা বলেন,
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।(সূরা বাকারা-১৫৬)
কুরআন আমাদেরকে মসিবতের সময়ে ইন্নালিল্লাহ পড়ার তা'লিম দিচ্ছে।তাই আমরা সকল প্রকার মসিবতের সময়েই ইন্নালিল্লাহ পড়বো।শুধুমাত্র মৃত্যুর সময়ের সাথে ইন্নালিল্লাহ-কে খাস করা বা বিশেষায়িত করার কোনো নিয়ম নেই।
(৩)
উপরোক্ত আলোচনার আলোকে আমরা বুঝতে পারলাম যে,নিয়তে কোনো কিছু রেখে শুধুমাত্র আল্লাহ শব্দ বা রহমান ইত্যাদি শব্দ দ্বারা যিকির করা যাবে,বৈধ রয়েছে।
যেমন হযরত বেলাল রাযি কে যখন নির্যাতন করা হয়েছিলো তখন উনার মূখ দিয়ে শুধুমাত্র "আহাদ" "আহাদ" শব্দ বের হয়েছিলো।
পরবর্তিতে এ বিবরণ নবীজী সাঃ ও শুনেছিলেন,অথচ নবীজী সাঃ এরকম বলতে নিষেধ করেননি।কাজেই বুঝা গেল,শুধুমাত্র আল্লাহর নামের জিকির জায়েয আছে।
তাছাড়া শুধুমাত্র আল্লাহর নামের যিকির করা হারাম বা নাজায়েয হওয়ার ব্যপারে কি কোনো সহীহ হাদীস রয়েছে?
নাজায়েয হওয়ার সরাসরি ও শক্তিশালী কি কোনো দলীল মওজুদ রয়েছে?
অবশ্যই নেই।
শুধুমাত্র অপরিপূর্ণ বাক্য হওয়ার খুড়াযুক্তি রয়েছে।
সুবহানাল্লাহ এর মত উহ্য মেনে কি আল্লাহ শব্দকে পরিপূর্ণ বাক্য বানানো যায় না?
যেভাবে সুবহানআল্লাহ র পূর্বে নুসাব্বিহু ফে'ল মেনে সুবহানআল্লাহ কে মাফ'উল হিসাবে যবর দিয়েছি, সেভাবে কি আল্লাহর আগে পরে কিছু মানা যায় না।অথচ এখানে পড়নেওয়ালার নিয়তে উহ্য মানার মত অনেক কিছুই রয়েছে।
যদি উহ্য না মানা হয় তাহলে সুবহানাল্লাহ না পড়ে সুবহানুল্লাহ পড়তে হবে।
আমাদের নিয়্যাত বিশুদ্ধ থাকলে অবশ্যই যাবে। সেটা পরিপূর্ণ বাক্য হবে।
তবে সর্বোপরি আমাদেরকে কোনো অর্থবোধক বাক্য দ্বারা যিকির করা, আল্লাহকে ডাকা উচিৎ।
যিকিরে সংখ্যাগত কোনো মাহাত্ম্য নেই,বরং যিকির ফলপ্রসূ হতে হলে তাকওয়া ও এখলাছে নিয়্যাতই ধর্তব্য।যার অন্তরে যতবেশী খোদাভীতি থাকবে তার যিকির ই মাকবুল হবে। বিস্তারিত জানতে.....
(তাকমালা ফাতহুল মুলহিম ২/১৭৯,আশরাফুল ফাতওয়া ১/৩৬৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি 'ইয়া রাব্বি' দ্বারা আল্লাহর যিকির করতে পারবেন।