আসসালামুয়ালাইকুম। হুজুর আমার মা আমাকে ইসরায়েল এর কোকাকোলা কোম্পানির tumsup খেতে বলছে, আমি ঘৃণা করি ইসরাইল কে। তাও মা বলল দিয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ মনে হলো , ইসরাইল কে ঘৃণা করি তাই দাঁড়িয়ে থামস আপ খাচ্ছি, কিছু হবে না এই ভেবে।
পরক্ষণে মনে হলো দাঁড়িয়ে খাওয়া সুন্নত এর খেলাপ সঙ্গে সঙ্গে বসে খেয়েছি।
এইভাবে মনে ভাবনা নিয়ে দাড়িয়ে থামস্ আপ খাবার জন্য কি ঈমান চলে যাবে?