ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইসলাম এ বিষয়ে জোর দেয় যে,মানুষ তার জীবনের প্রতিটি মূহূর্ত এমন কাজে ব্যয় করবে যাতে দুনিয়া ও আখেরাতের নিশ্চিত কল্যাণ রয়েছে।কমপক্ষে যেন দুনিয়া ও আখেরাতের কোনো ক্ষতি না হয়।এ জন্যই কোরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়,
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,(মু'মিনুন-৩)
সু-প্রিয় পাঠকবর্গ!
(১) বর্তমান সসময়ের চলমান ক্রিকেট খেলা দেখাটাও জায়েয হবে না। তবে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকতে পারলে এবং নামাযে ব্যাঘাত না ঘটলে তখন খেলা দেখার রুখসত থাকবে।
(২)মোবাইলে শুধুমাত্র স্কোর দেখাতে যদিও গোনাহ হবে না, তবে এটা অযথা সময় নষ্ট।
(৩) অমুসলিম ক্রিকেটারের পড়লে কি ইমানে সমস্যা হবে কি?
(৪) পাকপবিত্র হয়ে একাগ্রতার সাথে দুরুদ পড়বেন।
(৫)মন্দিরের রাস্তা দিয়ে বাজারে গেলে ইমানে কোনো সমস্যা হবে না।