পূর্বে যখন দীনের বুঝ ছিলোনা তখন একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু দ্বীনের বুঝ আসার পর হারাম সম্পর্কে থাকবো না বলে বিয়ের প্রস্তাব দেই। ও রাজি হয় কিন্তু ওর পরিবার বিভিন্নভাবে ঝামেলা করে আর শেষের দিকে এসে সেও চায়নি আমাদের বিয়ে হোক। পপরবর্তীতে প্রায় ২ বছর তার সাথে কোনো যোগাযোগ আমি করিনি। কিন্তু বিভিন্নভাবে শয়তান আবার ধোকায় ফেলে দেয় এবং আবাতও মাঝে মাঝে কথা হতো। এভাবে আবারও ফিতনায় পড়ে যাই। এবং ওয়াদা করে বসি যে তাকে বিয়ে করবো। কিন্তু সে এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, সম্পর্ক যেমন আছে তেমন চলুক পরে আমি ভালোভাবে সেটলড হলে বিয়ে করবে বলে। কিন্তু আমি হারামে থাকতে চাইনা বললে সে আমাকে ধর্ম নিয়ে কটাক্ষ করে অনেক কিছু বলে। আর বলে যে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, তুমি ওয়াদা করেছো ইত্যাদি। এবং সে পর্দা বা দ্বীনের ব্যাপারেও বিন্দুমাত্র আগ্রহী নয়। তার অগনীত ছেলে বন্ধু রয়েছে এবং এসব ব্যাপারে তাকে কিছু বললে সে রাগারাগি করে।
এমতাবস্থায় আমি চাচ্ছিলাম তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এবং আমার সাথে যোগাযোগের সকল উপায় বন্ধ করে দিবো। যাতে হারামে জড়িয়ে না যাই আবার। আর সে ইসলামের বিধিবিধান মানতে রাজি না তাই আমি তাকে বিয়েও করত্র চাচ্ছি না। এক্ষেত্রে তাকে বুঝিয়েও লাভ হয়নি। আমক এখন তার সকল সম্পর্ক ছিন্ন করলে আমার ওয়াদার কারণে কোনো সমস্যা হবে কিনা এটি জানতে চাচ্ছিলাম, এবং সে আমাকে কখনো ক্ষমা করবে নে এটাও বলেছে। এক্ষেত্রে আমি কি করতে পারি!!
(হারাম সম্পর্কে থেকে ওয়াদা করেছিলাম বিয়ে করার এবং প্রস্তাবও দিয়েছিলাম কিন্তু সে চায়নি, এখন আমি চাচ্ছিনা তাকে বিয়ে করতে কারণ সে দ্বীন মানতে নারাজ, কিছু বললে আমাকে বলতো আমার হিসাব আমি দেবো, আমার কবরে আমি যাবো)