ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেভাবে ব্যবসায়িক পণ্যর বর্তমান বিক্রয় মূল্যর অনুপাতে যাকাত ওয়াজিব হয়, ঠিক সেভাবে যেই পণ্য দ্বারা যাকাত আদায় করা হবে, সেই পণ্যরও বর্তমান বাজারমূল্য গ্রহণযোগ্য হবে। সুতরাং আল-কাউসার পত্রিকা দ্বারা যাকাত আদায় করার মনস্থ করলে, সেই পত্রিকাটির বিক্রয়মূল্য হিসেবে যাকাত আদায় হবে।
৩০*৪ = ১২০ টাকা যাকাত আদায় হবে।
(وجاز دفع القيمة في زكاة وعشر وخراج وفطرة ونذر وكفارة غير الإعتاق) وتعتبر القيمة يوم الوجوب، وقالا يوم الأداء. وفي السوائم يوم الأداء إجماعا، وهو الأصح، ويقوم في البلد الذي المال فيه ولو في مفازة ففي أقرب الأمصار إليه۔(ردالمحتار ، كتاب الزكوة ، باب زكوة المال ، ج:3 ص: 229)