আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (48 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
মাসিক আল কাউসার পত্রিকাটি নিয়মিত নিজে পড়ার জন্য উনাদের থেকে একটি এজেন্সি নিয়েছি।

যারা এজেন্সি নেয়,তাদেরকে ৩০% কমিশন দেওয়া হয়। ওই হিসাবে পত্রিকা ২১ টাকা পিস রাখা হয় (গায়ের দাম ৩০ টাকা)
এখন প্রশ্ন হল,
আমি মাসে দশটি আল কাউসার পত্রিকা নিলাম,
প্রতি পিস কিনতে খরচ হলো ২১ টাকা করে।

এখন যদি যাকাতের হকদার কোন ভাইকে যাকাতের নিয়তে আল কাউসার পত্রিকা দিতে চাই ৪টি করে,
তাহলে কত টাকার যাকাত আদায় হল বলে গণ্য হবে?

২১*৪ = ৮৪ টাকা নাকি
৩০*৪ = ১২০ টাকা ?
জা ঝা কুমুল্লাহ খইরন মুফতী সাহেব।

1 Answer

0 votes
by (606,210 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেভাবে ব্যবসায়িক পণ্যর বর্তমান বিক্রয় মূল্যর অনুপাতে যাকাত ওয়াজিব হয়, ঠিক সেভাবে যেই পণ্য দ্বারা যাকাত আদায় করা হবে, সেই পণ্যরও বর্তমান বাজারমূল্য গ্রহণযোগ্য হবে। সুতরাং আল-কাউসার পত্রিকা দ্বারা যাকাত আদায় করার মনস্থ করলে, সেই পত্রিকাটির বিক্রয়মূল্য হিসেবে যাকাত আদায় হবে।
৩০*৪ = ১২০ টাকা যাকাত আদায় হবে।

(وجاز دفع القيمة في زكاة وعشر وخراج وفطرة ونذر وكفارة غير الإعتاق) وتعتبر القيمة يوم الوجوب، وقالا يوم الأداء. وفي السوائم يوم الأداء إجماعا، وهو الأصح، ويقوم في البلد الذي المال فيه ولو في مفازة ففي أقرب الأمصار إليه۔(ردالمحتار ، كتاب الزكوة ، باب زكوة المال ، ج:3 ص: 229)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...