আসসালামু আলাইকুম
প্রশ্নটা আমার ভাবীর
ভাবীর সাথে ভাইয়ের ঝামেলার কারনে ভাবি ভাইয়ের কাছে ডিভোর্স চেয়েছে মোবাইলে রাতে।ভাবী বলছে ভালে লা লাগলে আমাকে ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় বিয়ে করেন আমিও করি এসব বলে কল রেখে দেয়।।সকালে ভাই ভাবীকে জিজ্ঞেস করতেছে অন্য জায়গায় বিয়ে করলে তাকে জড়িয়ে ধরবে,,কিস করবে, ভাই এসব প্রশ্ন ভাবীকে করেছে।,, ভাবী বললো অন্য কাউকে বিয়ে করলে তো তাকে ধরতেই হবে।।।
তখন ভাই রাগে করে বলেছে ওকে কাগজ পাঠিয়ে দিব,,আলাদা হয়ে যাব।।।
ভাবী বলছে পাঠায় দিয়েন সই করে দিব।।। ভাবী একথা বলার পর ভাই বলছে আমি অভিমানে বলছি,,ভাবী বললো কেন বলছো একথা,,,তখন ভাই বললো তুমি অন্য জায়গায় বিয়ে করলে তাকে জরিয়ে ধরবে কিস করবে কেন বললে,,আমার খারাপ লেগেছে তাই।
****প্রশ্ন হচ্ছে ভাই যে বলছে -কাগজ পাঠিয়ে দিব,,আলাদা হয়ে যাব এসবে কি তালাক হবে।।