আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in কুরবানী (Slaughtering) by (2 points)
আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাদের একটি ধর্মীয় পেইজ রয়েছে। সেখানে আমরা নানান সময় অনুদান নিয়ে অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করি। তবে আমাদের মূল কার্যক্রম হয় রমজানে ও কোরবানি নিয়ে। রমজানে ইফতারি প্রজেক্ট ও কুরবানী প্রজেক্ট আমরা অনুদান নিয়ে অসহায়দের ইফতারি বিতরণ এবং কুরবানির সময় টাকা উঠিয়ে ছাগল কিনে জবাই করে গরিবদের মাংস বিতরন করি। আমার প্রশ্ন হচ্ছে, এইযে কুরবানির সময় টাকা উঠিয়ে পশু কিনে বিতরণ করি এটাকে কুরবানী প্রজেক্ট বলায় কোনো সমস্যা আছে কি? আর অনেকে কুরবানির িপশু একসাথে কিনে, একজায়গায় সব টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দেয়। কিন্তু আমরা যেহেতু দানের টাকা নিয়ে পশু কিনে গরিবদের মাংস দেবো তাহলে এখানে কি সরাসরি উল্লেখ করে দেবো যে কেউ কুরবানী করার উদ্দেশ্য টাকা দেবেন না, কেবলই দান করবেন? কুরবানী তো এভাবে হবে না তাই না? আর আমাদের কার্যক্রম টা কি ঠিক? দয়া করে উত্তর দেবেন হুজুর?

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি প্রশ্নে যে সমস্ত কর্মসূচির কথা উল্লেখ করেছেন, সেইসব কর্মসূচিকে আপনি চালিয়ে যেতে পারবেন। জুলুম-নির্যাতন ও ন্যায়ের পক্ষাবলম্বন এবং অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে ''হিলফুল ফুজুল" নামে আরবের একটি সংগঠন ছিলো, যেই সংগঠনে  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' ও তৎপর ছিলেন।


আপনি/আপনারা যাদের কাছ থেকে কুরবানির টাকার সংগ্রহণ করবেন, তাদের নামে পশু ক্রয় করে কুরবানি করে দিবেন। যারা কুরবানি দিতে পারছেন না, তাদেরকে ঐ কুরবানির মাংস বিতরণ করে দিবেন। আপনি/আপনারা লোকদের ওয়াজিব কুরবানি বা নফল কুরবানির টাকা সংগ্রহ করতে পারবেন। যাদের কাছ থেকে বকরির যেই পরিমাণ মূল্য সংগ্রহ করবেন, তাদের প্রত্যেকের টাকা দিয়ে একটি করে পৃথক বকরি ক্রয় করি কুরবানির ব্যবস্থা করবেন। সবার টাকাকে একত্র করে তা দিয়ে একটি গরু ক্রয় করবেন না। কেননা এতেকরে একজনের কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। এটাকে কুরবানি প্রজেক্ট বলাতে কোনো সমস্যা হবে না। কারো টাকা অবশিষ্ট থাকলে সেই টাকা ঐ ব্যক্তির পরামর্শ মুতাবেক খরচ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...