বিভিন্ন কম্পিটিশন থেকে যে মেডেল গুলো দেয়া হয়, তাদের বেশির ভাগের মাঝের ছোট করে খেলার চিত্র থাকে।
যেমন একজন দৌড়াচ্ছে এমন অবয়ব ( ছবির মত, কিন্তু ১ রঙ এর ও কোন চোখ মুখ নেই ), হাতের মুষ্টির চিত্র ( কিছুটা ভাষ্কর্য এর মত দেখতে, কিন্তু পুরোপুরি না ) এমন।
এধরনের মেডেল রুমে ঝুলিয়া রেখে যদি নামাজ আদায় করি, তাহলে কি সমস্যা হবে নামাজের?
নামাজের স্থান থেকে অবয়বেত হাত পা অল্প বোঝা যায়, কিন্তু স্পষ্ট না, মুষ্টির চিত্র বোঝা যায়।
জাযাকাল্লাহ