আসসালামু আলাইকুম। আমি অবিবাহিত।
কয়েক বছর আগে আমি বিয়ের আগে যে মুয়াল্লাক তালাক হয় সেটা জানতে পারি।
যেমন কেউ যদি বলে যে, "সে যাকে বিয়ে করবে সেই......(একটু বুঝে নিয়েন)। তাহলে মুয়াল্লাক তালাক হবে।
তো আমি কয়েক বছর আগে এই বিষয়ে মাসআলা খুজে বের করার জন্য জন্য ফিকহ বিষয়ক গ্রুপ/ওয়েবসাইটের সার্চ বারে লিখি " আমি যাকে বিয়ে করবো.....(একটু বুঝে নিয়েন)"। আল্লাহর কসম এখানে আমার উদ্দেশ্য ছিলো ঐ বিষয়ক মাসআলা খুজে বের করা কারণ গ্রুপে/ওয়েবসাইটে অনেক মাসআলার ভিরে স্ক্রল করে কোনো নির্দিষ্ট বিষয়ক মাসআলা পাওয়া দুষ্কর।
এখন ঐ রকম লেখাতে আমার জন্য মুয়াল্লাক তালাক হয়েছে? যদিও আমি সন্দিহান পুরো লিখেছিলাম কী না। যদি একটু বলতেন দয়া করে।