জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ خَالِدٍ الْقَارِظِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ الضِّفْدَعِ
আব্দুর রহমান্ ইবনু উছমান রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন।
(দারেমি ২০৩৬. মুসনাদে আহমাদ ৫/৪৯৯; আবূ দাউদ, তিব্ব ৩৮৭১; ইবনুল কানি’, মু’জামুস সাহাবাহ, তরজমাহ ৬৩৬; হাকিম ৪/৪১১; নাসাঈ, সাইদ ওয়ায যাবাইহ ৭/২১০)
আব্দুর রহমান বিন্ ’উসমান তাইমী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الضِّفْدَعِ لِلدَّوَاءِ
‘‘রাসূল (সা.) ঔষধের জন্য ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন’’।
(স’হী’হুল-জা’মি’, হাদীস ৬৯৭১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন,সুতরাং ব্যাঙ হত্যা করা নাজায়েজ।
কেউ ব্যাঙ হত্যা করলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়।
এক্ষেত্রে মানুষকে খাওয়ানোর কোনো নিয়ম শরীয়তে নেই।
এগুলো সবই ভিত্তিহীন ও কুঃসংস্কার।
আপনার সন্তানের বয়স যেহেতু চার বছর,সে যেহেতু নাবালেগ,তাই ব্যাঙ হত্যার দরুন তার কোনো গুনাহ হয়নি।
সুতরাং এমতাবস্থায় তওবাও করতে হবেনা।