আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
96 views
in পবিত্রতা (Purity) by (6 points)
আসসালামু আলাইকুম,
আমার চার বছরে বাচ্চা, লাঠি দিয়ে আঘাত করে একটি ব্যাঙ মারছে। ইসলামী শরীয়া মোতাবেক, ব্যাঙ মারা নিষেধ রয়েছে। কিম্তু কেউ ভুল করে হত্যা করলে, করনীয় কী? ইসলামিক আলোকে জানালে উপকৃত হই। আমার স্ত্রী বলতে চাচ্চে যে, ওনাদের বাড়ীর মুরুব্বিগন বলে যে, ব্যাঙ মারলে ফাতেয়া দিতে হয়। অর্থাৎ মানুষকে খাওয়াতে হয়। তবে আমার কাছে বিষয়টি কুসংস্কার মনে হচ্চে।

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ خَالِدٍ الْقَارِظِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ الضِّفْدَعِ 

আব্দুর রহমান্ ইবনু উছমান রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন।

(দারেমি ২০৩৬. মুসনাদে আহমাদ ৫/৪৯৯; আবূ দাউদ, তিব্ব ৩৮৭১; ইবনুল কানি’, মু’জামুস সাহাবাহ, তরজমাহ ৬৩৬; হাকিম ৪/৪১১; নাসাঈ, সাইদ ওয়ায যাবাইহ ৭/২১০)

আব্দুর রহমান বিন্ ’উসমান তাইমী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الضِّفْدَعِ لِلدَّوَاءِ

‘‘রাসূল (সা.) ঔষধের জন্য ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন’’।

(স’হী’হুল-জা’মি’, হাদীস ৬৯৭১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন,সুতরাং ব্যাঙ হত্যা করা নাজায়েজ।

কেউ ব্যাঙ হত্যা করলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়।
এক্ষেত্রে মানুষকে খাওয়ানোর কোনো নিয়ম শরীয়তে নেই।

এগুলো সবই ভিত্তিহীন ও কুঃসংস্কার। 

আপনার সন্তানের বয়স যেহেতু চার বছর,সে যেহেতু নাবালেগ,তাই ব্যাঙ হত্যার দরুন তার কোনো গুনাহ হয়নি।

সুতরাং এমতাবস্থায় তওবাও করতে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...