বিসমিহি তা'তা'আলা
জবাবঃ-
অনলাইন ভিত্তিক সর্বাধিক গ্রহণযোগ্য আরবী অভিধান ওয়েবসাইট 'আল-মা'আনী' তে হযরত শব্দের ব্যাখ্যা সম্পর্কে বর্ণিত রয়েছে-
ﺣﻀﺮﺓُ : ﻟﻘﺐ ﺍﺣﺘﺮﺍﻡ ﻭﺗﺸﺮﻳﻒ ﺑﻤﻌﻨﻰ : ﺳﻴِّﺪ ﻭﻧﺤﻮﻩ ﻳُﻌَﺒَّﺮ ﺑﻪ ﻋﻦ ﺫﻱ ﺍﻟﻤﻜﺎﻧﺔ ﻓﻲ ﺍﻟﻤﺮﺍﺳﻼﺕ ﻭﺍﻟﻤﺨﺎﻃﺒﺎﺕ ﺣﻀﺮﺓ ﺍﻷﺳﺘﺎﺫ / ﺍﻟﺪُّﻛﺘﻮﺭ ، ﺟﻤﻊ ﺣَﻀَﺮﺍﺕ
হযরত একটি সম্মানসূচক উপনাম বা শব্দ।যার অর্থ হল,সাইয়্যিদ/নেতা/সরদার ইত্যাদি।যাকে চিঠিপত্র এবং সম্মুহনের সময় উদ্দিষ্ট ব্যক্তির নামের প্রথমে ব্যবহার করা হয়।যেমন হযরত উস্তাদ বা হযরত ডাক্তার ইত্যাদি।
উইকিপেডিয়াতে হযরত শব্দের ব্যখ্যা এভাবে লিপিবদ্ধ রয়েছে যে,
হযরত ( Ḥaḍrah, আরবি : ﺣﻀﺮﺓ) হল সম্মানসূচক
আরবি উপাধি। এর শাব্দিক অর্থ "উপস্থিত"। উচ্চ মর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত পশ্চিমা সম্মানসূচক উপাধি যেমন "Your Honour" (বিচারকদের জন্য), "His/Her Majesty" (রাজকীয় ব্যক্তির জন্য) বা " তার পবিত্রতা" (ধর্মীয় ব্যক্তির জন্য) নামক উপাধির সাথে এর মিল রয়েছে। তুর্কি ও বসনিয়ান ভাষায়ও এই শব্দটি রয়েছে।
সুতরাং আমরা বুঝতে পারলাম যে, হযরত শব্দের অর্থ হল, মাননীয়,মহোদয় মহামান্য, সম্মানিত। বাংলা ভাষায় জনাব শব্দের যে অর্থ,হযরত শব্দেরও ঠিক সেই অর্থ।
সু-প্রিয় পাঠকবর্গ!
এটা একটা সম্মানসূচক শব্দ।সুতরা সম্মান বোঝানোর জন্য সম্মানী সকল ব্যক্তিবর্গের বেলায় এ শব্দকে ব্যবহার করা যাবে। বিশেষ কোনো শ্রেণীর সাথে এ শব্দ খাস নয়।অর্থাৎ যেভাবে 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' এবং 'আলাইহিস-সালাম' নবী মুহাম্মদ সাঃ ও আম্বিয়ায়ে কেরামদের সাথে খাস, ঠিক সেভাবে এই হযরত শব্দ বিশেষ কোনো শ্রেণীর সাথে খাস নয়।বরং সকল প্রকার সম্মানী ব্যক্তিবর্গের বেলায় উক্ত শব্দকে প্রয়োগ করা যাবে।
বিঃদ্রঃ
কেউ কেউ হযরত শব্দের অর্থ 'উপস্থিত' নির্ধারণ করে এটাকে রাসূলুল্লাহ সাঃ এর সাথে সীমাবদ্ধ করে দেন।তখন হযরত মুহাম্মাদ অর্থ হবে,নবী মুহাম্মাদ সাঃ আমাদের সামনে উপস্থিত।এমন আক্বীদা বিশুদ্ধ নয়,বরং এটা ভ্রান্ত আক্বিদা।এমন ভ্রান্ত আক্বিদা থেক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।আমীন।