আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
2,095 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (9 points)
recategorized by
আসসালামু আলাইকু,

 নির্দিষ্ট করে কোন সম্মানীয় ব্যাক্তিদের নামের আগে 'হযরত' ব্যাবহার করা যাবে। কিন্তু সাধারণ সামাজিক সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হযরত ব্যবহার করা যাবেনা  এমন কোন নিয়ম ইসলামি শরীয়তে আছে কী?  "নবী-রাসুলগণ ও সাহাবায়ে কেরাম গণের নামের আগে 'হযরত'  ব্যবহার করা কি  বিদ'আত?

1 Answer

0 votes
by (606,150 points)
edited by
বিসমিহি তা'তা'আলা 
জবাবঃ- 
 অনলাইন ভিত্তিক সর্বাধিক গ্রহণযোগ্য আরবী অভিধান ওয়েবসাইট 'আল-মা'আনী' তে হযরত শব্দের ব্যাখ্যা সম্পর্কে বর্ণিত রয়েছে-
 ﺣﻀﺮﺓُ : ﻟﻘﺐ ﺍﺣﺘﺮﺍﻡ ﻭﺗﺸﺮﻳﻒ ﺑﻤﻌﻨﻰ : ﺳﻴِّﺪ ﻭﻧﺤﻮﻩ ﻳُﻌَﺒَّﺮ ﺑﻪ ﻋﻦ ﺫﻱ ﺍﻟﻤﻜﺎﻧﺔ ﻓﻲ ﺍﻟﻤﺮﺍﺳﻼﺕ ﻭﺍﻟﻤﺨﺎﻃﺒﺎﺕ ﺣﻀﺮﺓ ﺍﻷﺳﺘﺎﺫ / ﺍﻟﺪُّﻛﺘﻮﺭ ، ﺟﻤﻊ ﺣَﻀَﺮﺍﺕ 
 হযরত একটি সম্মানসূচক উপনাম বা শব্দ।যার অর্থ হল,সাইয়্যিদ/নেতা/সরদার ইত্যাদি।যাকে চিঠিপত্র এবং সম্মুহনের সময় উদ্দিষ্ট ব্যক্তির নামের প্রথমে ব্যবহার করা হয়।যেমন হযরত উস্তাদ বা হযরত ডাক্তার ইত্যাদি। 

 উইকিপেডিয়াতে হযরত শব্দের ব্যখ্যা এভাবে লিপিবদ্ধ রয়েছে যে, হযরত ( Ḥaḍrah, আরবি : ﺣﻀﺮﺓ) হল সম্মানসূচক আরবি উপাধি। এর শাব্দিক অর্থ "উপস্থিত"। উচ্চ মর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত পশ্চিমা সম্মানসূচক উপাধি যেমন "Your Honour" (বিচারকদের জন্য), "His/Her Majesty" (রাজকীয় ব্যক্তির জন্য) বা " তার পবিত্রতা" (ধর্মীয় ব্যক্তির জন্য) নামক উপাধির সাথে এর মিল রয়েছে। তুর্কি ও বসনিয়ান ভাষায়ও এই শব্দটি রয়েছে। 

 সুতরাং আমরা বুঝতে পারলাম যে, হযরত শব্দের অর্থ হল, মাননীয়,মহোদয় মহামান্য, সম্মানিত। বাংলা ভাষায় জনাব শব্দের যে অর্থ,হযরত শব্দেরও ঠিক সেই অর্থ। 

 সু-প্রিয় পাঠকবর্গ! 
 এটা একটা সম্মানসূচক শব্দ।সুতরা সম্মান বোঝানোর জন্য সম্মানী সকল ব্যক্তিবর্গের বেলায় এ শব্দকে ব্যবহার করা যাবে। বিশেষ কোনো শ্রেণীর সাথে এ শব্দ খাস নয়।অর্থাৎ যেভাবে 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' এবং 'আলাইহিস-সালাম' নবী মুহাম্মদ সাঃ ও আম্বিয়ায়ে কেরামদের সাথে খাস, ঠিক সেভাবে এই হযরত শব্দ বিশেষ কোনো শ্রেণীর সাথে খাস নয়।বরং সকল প্রকার সম্মানী ব্যক্তিবর্গের বেলায় উক্ত শব্দকে প্রয়োগ করা যাবে। 

 বিঃদ্রঃ 
 কেউ কেউ হযরত শব্দের অর্থ 'উপস্থিত' নির্ধারণ করে এটাকে রাসূলুল্লাহ সাঃ এর সাথে সীমাবদ্ধ করে দেন।তখন হযরত মুহাম্মাদ অর্থ হবে,নবী মুহাম্মাদ সাঃ আমাদের সামনে উপস্থিত।এমন আক্বীদা বিশুদ্ধ নয়,বরং এটা ভ্রান্ত আক্বিদা।এমন ভ্রান্ত আক্বিদা থেক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাযাকাল্লাহু খয়রান।
by
আসসালামু আলাইকু
আমি জানতে চাই নামের পূর্বে কি আল ব্যবহার করা যাবে।।
by (606,150 points)
আরবী গ্রামার অনুযায়ী নামের পূর্বে আল লাগানো নিষিদ্ধ। 
তবে বাংলা ভাষার নিয়মানুযায়ী নিিষিদ্ধ নয়
by
হযরত (হদরাহ) আরবি শব্দ। এটা কোন ধর্মীয় শব্দ নয়। এই শব্দটা নবী সঃ -এর আগেও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নামের আগে ব্যবহার করা হতো। জনাব, বাবু, শ্রী, মহাশয়, মিস্টার, মঁশিয়ে সবই হযরত -এর  সমার্থক শব্দ।
by (606,150 points)
ধন্যবাদ আপনাকে।জাযাকুমুল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...