السلام عليكم ورحمة الله وبركاته
এক বোনের প্রশ্ন একটু দ্রুত উত্তর দিলে মুনাসিব হয়।
এতো দোয়া, এতো কান্না, এতো সপ্ন সবশেষে যখন দেখি একজন লেবাসধারী আলেম আমার জীবন সঙ্গী।কি করবো বুঝতেছি না আমার পুরো পরিবার চাচ্ছে আমাকে নিয়ে নিতে সংসার বিচ্ছেদ করতে।আবার এই ভয় ও হয় যদি তার সংসারের যাওয়ার পর আমি পুরোপুরি আল্লাহ কে হারিয়ে ফেলি।আমাদের বিয়ে হইছে যে আজকে ২মাস, এই ২ মাস তার সাথে থেকে আমার অন্তরে যে একফোঁটা নুর ছিলো তাও হারিয়ে গিয়েছে।সে এই দুই মাস আমাকে জয়েন ফ্যামিলিতে রেখেছে, জয়েন ফ্যামিলিতে থেকে পর্দা করার কথা তো বাদই দিলাম সারাক্ষণ দুনিয়াবি কাজের ব্যাস্ততার কারণে ৫ওয়াক্ত নামাজ পড়েতেই কষ্টকর হয়ে গিয়েছিল আমার কাছে।
এখন যখন সংসার বিচ্ছেদ এর কথা চলতেছে এখন আমার হাজবেন্ড বলতেছে আমাকে চট্টগ্রাম নিয়ে আলাদা রাখবে জয়েন ফ্যামিলিতে আর রাখবে না। আমার পরিবার আমার হাজবেন্ড এর কথা বিশ্বাস করে না। আমার পরিবার বলে সে তোকে ৬ মাস একবছর আলাদা রেখে আবার সে জয়েন ফ্যামিলিতে এনেই রাখবে।
আমার ফ্যামিলি তাকে বিশ্বাস না করার ও কারণ আছে। সে তার মাকে অসম্ভব ভালোবাসে, মানে তার মায়ে অন্ধভক্ত, সে একজন আলেম কিন্তু তার মা ই পর্দা করে না, তার মা বাড়িতে বউরা কাজে একটু ভুল করলে গালিগালাজ, এইটা নিয়ে বকা ঝকা ঐ টা নিয়ে বকা ঝকা, মাঝে মাঝে এমন এমন খোঁচা মেরে কথা বলে একদম কলিজা ফুটো হয়ে যায়। বিয়ের পর থেকে আজকে দুই মাসে আমি প্রায় ৩০০ মানুষ কে পায়ে ধরে সালাম করছি তার মায়ের কথা মতে। সকালে সর্য উঠার আগে ঘর, উঠান ঝাড়ু দিতে হবে নইলে নাকি অমঙ্গল হবে। তার মায়ের কাছে কথা শুনার ভয়ে ঝাড়ু দিয়ে পেলতাম। হিন্দু ধর্মের মতো বিয়ের পর তার বাড়িতে যাওয়া মাএই তার মা আমাকে আর আমার হাজবেন্ড কে আগুনের তাপ মাথায় দিছে, ধান ধুপা ছিটায় দিছে। বিয়ের একসপ্তাহ পযন্ত আমাকে কাপড় পড়ে থাকতে বলেছে বিভিন্ন মানুষ আমাকে দেখতে আসবে এই কারণে। কাপড় না পড়লে নাকি আমাকে বউ এর মতো লাগবে না এই কারণে। কিন্তু কাপড় পড়াতে আমার গাড় গলা মাথার চুল সব দেখা যাচ্ছি লো । তখন আমি আমার হাজবেন্ড কে বললাম তোমার মায়ের কাজ কর্ম গুলা খারাপ লাগতেছে। তুমি একজন আলেম কিন্তু তোমার মা বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করো তুমি কিছু বলো না কেন? বিয়ে বাড়িতে এত মানুষ তোমার মা আমাকে শাড়ি পড়ে থাকতে বলে তুমি কিছু বলো না কেন? তখন সে বলে মাকে কিছু বললে মা মনে কষ্ট পাবে থাক তুমি মানিয়ে নাও একটু প্লিজ।
আমার সবচেয়ে বেশি এই জায়গায় কষ্ট লাগে তার মা বিভিন্ন কুসংস্কার বিশ্বাস করে কিন্তু তার মা মনে কষ্ট পাবে ভেবে সে কিছু বলে না। তার পর আমার বাপের বাড়ি থেকে ফার্নিচার কেন নাওয়া হয় নাই এ কারণে ও তার মা আমাকে কথা শুনাইছে । আর সারাক্ষণ তো এটা সেটা নিয়ে তো কথা শুনাতেই থাকে।আর আমার হাজবেন্ড ও দ্বীনের পথে পুরোপুরি নেই। সে নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। তার রাত জাগার অভ্যাস রাতের ২/৩ টা পর্যন্ত জেগে থাকে আমাকও জাগাই রাখে এর পর সকালে ফজেরর নামাজই পড়ে না। মানে ৫ ওয়াক্ত নামাজই সে কন্টনিউ পড়ে না অন্য সব নফল ইবাদতের কথা তো বাদই দিলাম। বাড়িতে জয়েন ফ্যামিলিতে সে পর্দা করায় না আমাকে কিন্তু বাইরে যাওয়ার সময় ঠিকই হাত মজা পা মুজা পরার কথা বলে।
এই সব কারণে আমার ফ্যামিলি চাচ্ছে আমাকে নিয়ে নিতে। ফ্যামিলি বলে তুই ওর সংসার এ গেলে দ্বীন এবং দুনিয়া দুটো হারাবি। না পারবি দ্বীনের উপর টিকে থাকতে না পারবি বিভিন্ন ঝামেলার কারনে দুনিয়াবি সুখি হতে।
আমি কি আরেক টা বার আমার হাজবেন্ড কে সুযোগ দিবো সংসার বিচ্ছেদ না করে?
আরেকটা বিষয় আমার দেনমহর ৬ লক্ষ টাকা করা হয়।
বিয়ের দিন তারা আমাকে হাতের বালা, গলার হার, আর কানের দুল দেওয়া তে তারা দুই লক্ষ টাকা অসুল দিয়ে দেয়। তারা বলে বলে এই খানেই মেয়ে কে দুই লক্ষ টাকার স্বর্ণ দেওয়া হয়ে গেছে।তাই কাবিন ২লাখ উসুল দিয়ে ৪ লাখ রাখে।এটা আমার পরিবারও মেনে নেয়।
কিন্তু বিয়ের পরেই আমার কাছ থেকে আমার হাজবেন্ড গলার হারটা নিয়ে তার মাকে দিয়ে দেয়। আমি তাকে এটা জিজ্ঞেস করাতে সে বলে গলার হার টা অন্য করাো থেকে আনছে। তুমি মনে কষ্ট পাইয়ো না হাতের বালা আর কানের ধুলে ২ বরির মতো আছে। পরে এটা নিয়ে আর আমি কথা বাড়াই নাই।
আজকে ২মাস পরে যখন আমি আমার বাপের বাড়িতে আসি আমার বোনের বলে তোর হাতের চুড়ি, আর কানের ধুল গুলা তো সাদা হয়ে গেছে এই গুলা কি আসেই সর্ণের দিছে নাকি তোকে ঠকিয়েছে। আমি পরে স্বর্ণ এর দোকানে পরিক্ষা করাতে দেয়ার পর দোকানদার বলে এই গুলা তো স্বর্ণ না সিটি গোল্ডের জিনিস স্বর্ণের পানিতে চুবাইয়া আনছে ।
আমার হাজবেন্ড একজন আলেম হয়ে বিয়ের ১ম দিনই সে আমার হক নষ্ট করছে। কোন স্বর্ণই না দিয়ে ২লক্ষ টাকা স্বর্ণ দিছে বলে ২ লক্ষ টাকা উসুল দিছে । ঐ হাজবেন্ড এর কাছে ফিরে যেতেও খুব ভয় হচ্ছে। কি করবো শায়েখ?
*আমার হাজবেন্ড এর সাথে সকাল বেলা আমার কথা হইছে সে আমাকে বুঝাচ্ছে তার একটা গাড়ি আছে ১৩ লক্ষ টাকা দামের সেটা ও আমার নামে দিয়ে দিবে যেহেতু সে আমার হক নষ্ট করছে। সে আমার জন্য তার পরিবার পযন্ত ছেড়ে দিচ্ছে, আমাকে তার মা বাবার সাথে আর রাখবে না যেদিন আলাদা বাড়ি করবে সে সেই দিন আমাকে গ্রামে নিবে এর আগে গ্রামে নিবে না। আমি যেন তাকে ছেড়ে না যাই। তাকে যেন আরেক টা বার সুযোগ দেই..এইগুলা আমাকে ফোন দিয়ে বুঝাচ্ছে। কি করবো কিছু বুঝতেছি না!একবার মনে হচ্ছে তাকে ছেড়ে দেই, আবার মনে হচ্ছে আর একটা বার সুযোগ দিই তাকে।
একটু তাড়াতাড়ি বলুন শায়েখ কি করবো আমি??