আসসালামু আলাইকুম
দয়া করে দ্রুত উত্তর দিয়ে সাহায্য করুন..
আমি আমার জীবনের একটা খারাপ অভিজ্ঞতা বর্ণনা করতেছি শুধুমাত্র দ্বীনের বিধান জানার জন্য, আপনারা প্লিজ কেউ জাজমেন্টাল হবেন না ইনশাআল্লাহ।
১। আমার বাবার বয়স ৪৭ বছর কিন্তু তার পরকিয়ার সম্পর্ক রয়েছে, এর আগেও মায়ের মুখে শুনেছি তার এরকম অনেক খারাপ আচরনের কথা।
এই বয়সে এসে বাবার এমন আচরণে তার প্রতি আর কোন সম্মান আসে না, মনে হয় তার দ্বারা সব সম্ভব,যেহেতু আমার ওভারথিংকিং এর সমস্যা রয়েছে তাই মনে হয় আমার সাথেও তো কোনো খারাপ আচরণ করতে পারে উনি! এটা একান্তই আমার নিজের চিন্তা কারন বাইরে যেমন ই হোক আমাকে ভীষণ ভালোবাসেন, কোনদিন আজ অবধি আমার সাথে এমন কোনকিছু করতে দেখিনি।
আমি বিবাহিত, আমার স্বামী যেমন মোবাইলে রোমান্টিক কন্ঠে কথা বলে, অনেকটা অসুস্থ হলে মানুষের গলা যেমন লাগে তেমন শুনায়। তো আমার বাবা আজকে আমাকে ফোন দিছে আর এমন গলায় কথা বলেছে সম্ভবত উনি অসুস্থ ছিলো কিন্তু তাও হঠাৎ আমার মাথায় চিন্তা চলে আসে , " আল্লাহ্, আব্বুর এমন টোনে আমার স্বামীর সাথের রোমান্টিক কথা বলার সময়ের কথা মনে হয়ে কোন সিক্রেশন হয়ে যাবে না তো, আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি কোন রকম কথা বলে ফোন কেটে দেই। আবার একবারের জন্য এমনও মনে হয় যে আমার বাবার তো পরকিয়ার মতো নোংরা মানসিকতা আছে, সে কি আমার সাথে খারাপ টোনে কথা বললো এটা শুধু ই আমার ওভারথিংকিং আমি নিশ্চিত তাও হয়তো শয়তান ওয়াস‌ওয়াসা দিয়েছে‌ জন্য এমন মনে হয়েছে।
আমার সবসময় এমনিতেই সাদা স্রাবের সমস্যা হয় এখন আমার লজ্জা স্থান খুব ই সামান্য ভেজা মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে ঐসময় আব্বুর সাথে কথা বলতে গিয়ে স্বামীর সাথের রোমান্টিক মুহূর্তের সাথে তুলনা করে কি এমন হলো নাকি নরমাল সাদা স্রাব।
আচ্ছা এতে কি আমার বিয়ের কোনো হতে পারে?
২। স্পর্শ ছাড়া শুধু কল্পনার দ্বারা কি হুরমত হয়?
৩। আসলে হুরমতের বিধান কি, কোন অবিবাহিত মেয়েকে যদি ঐ মেয়ের বিয়ের আগে তার বাবা, ভাই খারাপভাবে স্পর্শ করে থাকে তাহলে কি পরবর্তীতে যখন ঐ মেয়ের বিয়ে হবে তখন তার স্বামীর সাথে বিয়ে ভেঙ্গে যাবে?