আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্,
এক বোনের অনেক বছর আগে(১২/৮বছর আগে) হারাম রিলেশন ছিলো, তিনি বিষয় টা পাত্র পক্ষকে শেয়ার করতে চাচ্ছেন না। বোন একজন অনেক গায়রতমান মুসলিমাহ। নিজের সাধ্য অনুযায়ী দ্বীন পালনের চেষ্টা করে যাচ্ছেন। বয়স ৩১ চলছে, গায়ের রং এর জন্য বিয়েও এগুচ্ছে না।
এদিকে পাত্রপক্ষ অনেকগুলো প্রশ্ন সম্বলিত একটা নোট পাঠিয়েছেন যে আল্লাহর কসম করে জানাতে বলেছেন তিনি পূর্বে কখনও কোন হারাম সম্পর্কে জড়িয়েছিলেন কিনা।
একদিকে গুনাহের সাক্ষী রেখে মৃত্যুবরনের ভয় সাথে গায়রতের বিষয়, কেননা উভয় পক্ষের অনেকেই উত্তরগুলো পড়ার সম্ভবনা রয়েছে। এক্ষেত্রে ঐ বোনের করণীয় কি?
জাযাকুমুল্লাহ খয়রন।