আমার প্রধান সমস্যাটা হচ্ছে আমার অজু করার পর ওযু ভেঙে যায়, আর লক্ষণ বারবার চেঞ্জ হয়, যেমন ধরেন কিছুদিন এশার ওয়াক্তে অজু ভাঙবে শুধু বারবার,কিছুদিন জোহরে,এভাবে লক্ষণ চেঞ্জ হতে থাকে,আগে এমন হতো অজু করে শেষ করেছি সাথে সাথে অজু ভেঙে যায়,এমন অনেক দিন চলেছে,আর প্রচুর সাদা স্রাব,সাদা স্রাব পরিষ্কার করে এসে অজু করি গ্যাস এর সমস্যা হয়ে অজু ভেঙে যায়,তখন অজু করতে করতে আবার সাদা স্রাব দেখা দেয়,নয়তো বাথরুমে যাওয়ার দরকার পড়ে,সাথে প্রচুর ওয়াসওয়াসা আছে,প্রচুর ধোয়া মোছা করি,নামাজে ভুল হয়ে যায়,অজু করতে গিয়ে ভুলে যাই,নামাজে বাধা লাগে,বাথরুমে গেলে গায়ে পানির ছিটা লাগে,নয়তো নামাজে কাপড় খুলে যায়,চুল বের হয়ে যায়,তাছাড়া শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়,নয়তো পানি বের হয়,পড়াশুনা এর অবস্থা খারাপ হয়ে গেছে,শুকায় গেছি,মাথার চুল পড়ে গেছে,একবার বাসায় তাবিজ পেয়েছিলাম, যেটায় গোলমরিচ চুল আর আরবী লিখা ছিল,কিছুদিন আগে মাঝরাতে দেখি আমি খালি গায়ে শুয়ে আছি জামা কাপড় ছাড়া, এমতাবস্থায় আমি কিভাবে নামাজ আদায় করতে পারি,আমার জন্য কি কোন ছাড় আছে?
২.রুকাইয়া এর জন্য পানি পড়া বানানো কি জায়েজ অনেক আলেম নাকি বলেছে চলবে না,পানি পড়া ও গোসল করা কি জায়েজ?
৩.রুকাইয়া এর জন্য জ্বীন হাজির করা,জ্বীন জবাই করা কি জায়েজ?
৪.ওয়াসওয়াসা এর জন্য কোথাও কাউন্সিলিং করাতে পারি?আপনাদের আইওএম এ এখন এই কোর্স বন্ধ আছে
৫.আপনাদের পরিচিত,বিশ্বস্ত, প্রফেশনাল কোন রাকি আছে?যার কাছে কম খরচে রুকাইয়া করাতে পারবো ইন শা আল্লাহ