আসসালামু আলাইকুম। আমি একবার এক ইসরাইলবিরোধী মিছিলে গিয়েছিলাম। সেখানে এক পর্যায়ে বক্তা বলছিলেন, "ভাইয়েরা, আমরা শপথ করতেছি তো যে, আর ইসরাইলি পণ্য ব্যবহার করব না?"। আমি হাত তুলেছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে-
১। এটা কি ওয়াদা বলে গণ্য হবে? এই ওয়াদা কি আল্লাহর সাথে হয়েছে নাকি মিছিলের ঐ বক্তার সাথে?
২। এই ওয়াদা অনুসারে আমি কি শুধু ইসরাইলি পণ্য বাদ দিতে হবে, মানে যেগুলো মেইড ইন ইসরাইল? নাকি ইসরাইলি বিনিয়োগ আছে যে কোম্পানিতে তাদের পণ্যও বাদ দিতে হবে? ইসরাইলি কোম্পানি নয়, আমেরিকান/ইউরোপীয় কোম্পানি যারা ইসরাইলকে সমর্থন দেয় বা ইসরাইলে বিনিয়োগ করে, তাদের পণ্যও কি বাদ দিতে হবে? কিংবা ইসরাইলি নয়, কিন্তু ইহুদিদের পণ্য কি বয়কট করতে হবে? আমার এই প্রশ্নগুলো উক্ত শপথকে কেন্দ্র করে যে, শপথের কারণে এগুলো ফরজ কিনা আমার উপর।
৩। যেগুলো ফ্রি পণ্য সেগুলো কি বাদ দিতে হবে?
৪। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহর কসম! আমি যখন কোন কিছুর উপর শপথ করবো, অতঃপর ওর বিপরীত জিনিসে মঙ্গল দেখবো তখন ইনশাআল্লাহ আমি ঐ মঙ্গলজনক কাজটিই করবো এবং আমার কসমের কাফফারা আদায় করবো।” - এই হাদিস অনুসারে আমি কি শপথটা ভঙ্গ করে কাফফারা আদায় করতে পারবো? কারণ কিছু ক্ষেত্রে বয়কট খুবই কঠিন হয়ে যায় আমার জন্য। আবার তাদের কিছু পণ্য ব্যবহার করে দ্বীনি খিদমতও করা যায়। সহজে হালাল উপার্জনের রাস্তা তৈরি হয়। আমি বয়কটের বিরুদ্ধে নই, কিন্তু সম্পূর্ণ বয়কট কঠিন।
৫। যদি শপথ ভঙ্গ করে ফেলি, কাফফারা কী হবে?