ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি স্বামীকে ওদের বাড়িতে যেতে দেননা, উঠোনও মাড়াতে দেননা, এতে আপনার গুণাহ হবে না।
(২) ঐ মেয়েকে য কোন সাহায্য করতে নিষেধ করাতে বিশেষ কারণে আত্নীয়র সর্ম্পক নষ্টের পাপ আপনার হবে না। যেহেতু তারা গাইরে মাহরাম আর ফিতরার আশংকা রয়েছে, তাই আপনার গোনাহ হবে না।
(৩)ঐ মেয়েকে রাগারাগি করা উচিৎ হয়নি, অন্যায় কিছু বললে, তার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা না চাইলে গোনাহ হবে
(৪) আপনি যে, সতর্কতা অবলম্বন করছেনন, যেন আপনার স্বামী আবার কোন সম্পর্কে যেন জড়িয়ে না যায়, এতে আপনার গোনাহ হবে না। কেননা আপনি তো আল্লাহর বিধানকে অস্বীকার করছেন না।