আসসালামু আ'লাইকুম। ২০১৯ সালে ৫ বছরের ফিক্সড ডিপোজিট হিসেবে ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়। ২০২০ সালে ১ বছরের যাকাত ২৫০০০ টাকা যাকাত দেয়া হয়েছে। তারপর ৪ বছরে আর যাকাত দেয়া হয়নি। এখন ২০২৪ সালে ডিপোজিটের মেয়াদ শেষ হয়েছে। ডিপোজিটের টাকা ভেঙ্গে বাড়ি উঠানো হচ্ছে।
এখন আমার প্রশ্ন হলো, আসলে আমাদের যাকাত কত টাকা এসেছিল? প্রত্যেক বছর কি ২৫০০০ টাকা যাকাত দেওয়া উচিত ছিল। যেহেতু আগে দেইনি, তাহলে এখন কি করলে, আল্লাহর কাছে মাফ পাবো, যাকাত কি এখন দেওয়া যাবে?
প্রশ্নের উত্তর একটু দ্রুত দিলে ভালো হত। উত্তর অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে তো।