জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুন্নাত, নফল, ওয়াজিব সলাতে সালাম ফিরানোর পর আপনি তাকবির পড়তে পারেন। তবে তাহা বাধ্যতামূলক নয়।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم بِالتَّكْبِيرِ
] ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত শেষ হওয়াটা বুঝতাম তাকবীর শোনার মাধ্যমে।
(বুখারী ৮৪২, মুসলিম ৫৮৩,মিশকাত ৯৫৯)
(০২)
প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে রোযা ভেঙ্গে যাবেনা। তবে সতর্কতকাম্য।
আরো জানুনঃ-
(০৩)
এক্ষেত্রে তাদেরকে বলবেন যে আপনার বাসায় গেলে আমার জন্য পর্দার পূর্ণ পরিবেশ কায়েম করতে হবে।
পর্দার পূর্ণ পরিবেশ কায়েম করতে তারা সক্ষম না হলে সেক্ষেত্রে তাদের বাসায় না যাওয়াতে গুনাহ হবেনা। আর এতে যদি তাদের মন খারাপ হয়, তাহলে আপনার গুনাহ হবেনা।
(০৪)
এক্ষেত্রে আপনার গুনাহ হবেনা।
(০৫)
এটা ওদি। এর দরুন গোসল ফরজ হবেনা।
অযু আবশ্যক হবে।
(০৬)
এক্ষেত্রে সাদা বা তরল পিছলা কিছু বের হলে তাহা ওদি।
এর দরুন গোসল ফরজ হবেনা।