আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
147 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
recategorized by
স্ত্রী বোরখা পড়ে চিকিৎসা পেশায় নিয়োজিত। বাড়িতে/বাহিরে গাইরে মাহরাম খুব একটা মেনে চলেন না।

১. তার প্রতি যদি কোনো পুরুষ আকৃষ্ট হয়/তাকে নিয়ে চিন্তা করে সেই দোষ কি স্বামীর আমলনামাতেও লেখা হবে?

২.যেই পরীক্ষায় ৯০% শিক্ষার্থী নকল করে সেই পরিস্থিতিতে আমার জন্য নকল করা যায়েজ আছে কিনা?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কয়েক শর্তে নারীদের জন্য চিকিৎসা পেশা গ্রহণ রুখসতযোগ্য হতে পারে যথা- 
(১) ডিউটারত অবস্থা কোনো প্রকার সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার করা যাবে না।
(২) সমস্ত শরীর বিশেষত চেহারাকে ঢেকে রাখতে হবে।
(৩) ঢিলেঢালা পোষাক পরিধান করতে হবে।
(৪) গায়রে মাহরাম থেকে সর্বদা নিরাপদ দূরত্বে থাকতে হবে।বিনা জরুরতে কোনো প্রকার কথা বলা যাবে না।
(৫) জরুরতে কথা বলার সময় মিষ্টিভাষাকে পরিহার করতে হবে।ক্ষেত্রভেদে রুক্ষভাষায় কথা বলতে হবে।
(৬) চক্ষুর হেফাজত করতে হবে।
(৭) চাকুরীর দরুণ স্বামীর হক আদায়ে কোনো প্রকার ত্রুটি করা যাবে না।
(৮) পাবন্দীর সাথে নামায পড়তে হবে।

مأخَذُ الفَتوی
قال تعالیٰ: ﴿وقل للمؤمنات یغضضن من أبصارہن ویحفظن فروجہن ولا یبدین زینتہن إلا ما ظہر منہا ولیضربن بخمرہن علی جیوبہن﴾ الآیۃ۔ (سورۃ النور ۳۱)۔
وقال تعالٰی ﴿یا ایہا النبی قل لاأزواجک وبناتک ونساء المؤمنین یدنین علیہن من جلابیبہن﴾ الآیۃ (سورۃ الاحزاب: ۵۹)
وفی سنن الترمذی: المرأۃ عورۃ اذا خرجت استشرفہا الشیطان۔ (ج۲، ص۲۲۲)
وفی الفقہ الاسلامی وادلتہ: إذا عملت الزوجۃ نہارًا أو لیلًا خارج المنزل کالطبیبۃ والمعلمۃ والمحامیۃ والممرضۃ الصانعۃ، فالمقرر فی القانونین المصری والسوری أنہ إذا رضی الزوج بخروجہا ولم یمنعہا من العمل، وجبت لہا النفقۃ (الی قولہ) وللزوجۃ أن تعمل فی البیت عملًا لا یضعفہا ولا ینقض جمالہا، وللزوج أن یمنعہا مما یضرہا۔ اھـ (ج۷، ص۲۹۲، ۲۹۳) واللہ اعلم بالصواب

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পুরুষ আকৃষ্ট হয়/তাকে নিয়ে চিন্তা করে, এমন সুযোগ সৃষ্টি হওয়ার কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। নারী সকল প্রকার চেষ্টার পরও যদি এমন কিছু হয়, তাহলে উক্ত নারী চিকিৎসের গোনাহ হবে না এবং স্বামীরও গোনাহ হবে না।

(২) যেই পরীক্ষায় ৯০% শিক্ষার্থী নকল করে সেই পরিস্থিতিতেও আপনার জন্য নকল করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...